প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয়, জামশেদপুরকে হাল্কাভাবে নিচ্ছে না সবুজ-মেরুন

Published : Apr 12, 2023, 03:42 PM ISTUpdated : Apr 12, 2023, 03:53 PM IST
ATK Mohun Bagan

সংক্ষিপ্ত

আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর এবার সুপার কাপ জয়ই লক্ষ্য এটিকে মোহনবাগানের। মরসুমের শেষ টুর্নামেন্ট জিতে একই মরসুমে আইএসএল ও সুপার কাপ জয়ের রেকর্ড গড়াই লক্ষ্য সবুজ-মেরুনের।

আইএসএল-এ গ্রুপ সি-তে নিজেদের প্রথম ম্যাচে গোকুলম কেরালাকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে এটিকে মোহনবাগান। জোড়া গোল করেছেন লিস্টন কোলাসো। গোল পেয়েছেন হুগো বুমোস, মনবীর সিং, কিয়ান নাসিরি। শুক্রবার দ্বিতীয় ম্যাচে জামশেদপুর এফসি-র মুখোমুখি হচ্ছে সবুজ-মেরুন। প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে জামশেদপুরও। এফসি গোয়াকে ৫-৩ গোলে হারিয়ে দিয়েছে জামশেদপুর। ফলে সবুজ-মেরুনের লড়াই সহজ হবে না। সেটা জানেন এটিকে মোহনবাগানের প্রধান কোচ হুয়ান ফেরান্দো। সেই কারণে তিনি সতর্ক। জামশেদপুরকে হারিয়ে সেমি ফাইনালের পথে এগিয়ে যাওয়াই সবুজ-মেরুন শিবিরের লক্ষ্য। সেই লক্ষ্যে এগিয়ে চলেছে দল।

জামশেদপুরের মুখোমুখি হওয়ার আগে গোকুলম ম্যাচে জয়ের নায়ক লিস্টন বলেছেন, 'বহুদিন পর একটি ম্যাচে জোড়া গোল করলাম। খুব ভালো লাগছে। আত্মবিশ্বাস ফিরে পেলাম। পরের ম্যাচগুলিতেও ভালো পারফরম্যান্স দেখাতে চাই। ধারাবাকিতা বজায় রাখাই আমার লক্ষ্য। আশা করি সেটা করতে পারব।'

এবারের আইএসএল-এ খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। প্রথম একাদশেও তাঁকে রাখছিলেন না কোচ। কিন্তু সুপার কাপের প্রথম ম্যাচেই নিজেকে ফিরে পেয়েছেন লিস্টন। দূরপাল্লার শটে গোল করেছেন। এ প্রসঙ্গে সবুজ-মেরুনের গোয়ানিজ তারকা বলেছেন, 'আইএসএল-এ আমি সাফল্য পাইনি। ভাগ্যও আমার সঙ্গে ছিল না। অনেক সুযোগ পেয়েও গোল করতে পারিনি। গোল করার চেষ্টা করেছি বটে কিন্তু গোল পাইনি। অনেক সময় বিপক্ষের গোলকিপাররা নিশ্চিত গোল বাঁচিয়ে দিয়েছে। তবে আমি নিজের উপর বিশ্বাস হারাইনি। আমি জানতাম একদিন না একদিন গোল পাবই। গোকুলমের বিরুদ্ধে খেলতে নামার আগে আমি প্রতিজ্ঞা করেছিলাম, এই ম্যাচে ভালো কিছু করতেই হবে। গোল পেয়ে ভালো লাগছে। আমাদের দলের সবাই ভালো খেলেছে।'

বাগানের অপর এক নায়ক বুমোস বলেছেন, 'সুপার কাপের শুরুটা ঠিক যেভাবে করতে চেয়েছিলাম ঠিক সেভাবেই করতে পেরেছি। এবার সামনের দিকে তাকাতে চাই আমরা। গত বছর এএফসি কাপে গোকুলমের কাছে হেরে গিয়েছিলাম আমরা। ওরা আই লিগে ভালো খেলেছে। ফলে আমাদের জয় পাওয়া সহজ ছিল না। তবে আমাদের দল যে গত এক বছরে উন্নতি করেছে, সেটা এই ফলেই প্রমাণ হয়ে গিয়েছে। আইএসএল জয় দলের সবার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। দলের সবাই ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করছে। সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়াই আমাদের লক্ষ্য। জামশেদপুর প্রথম ম্যাচে গোয়াকে ৫ গোল দিয়েছে। ফলে আমাদের লড়াই সহজ হবে না।'

আরও পড়ুন-

Bengaluru FC: হেড না ক্যাচ? কোচের সঙ্গে মজার খেলায় সুনীল ছেত্রী-রয় কৃষ্ণরা

সুপার কাপের প্রথম ম্যাচে গোকুলম কেরালাকে ৫-১ উড়িয়ে দিল এটিকে মোহনবাগান

অসংখ্য সুযোগ নষ্ট, সুপার কাপের প্রথম ম্যাচে ওড়িশার সঙ্গে ড্র ইস্টবেঙ্গলের

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?