Super Cup 2025: সুপার কাপের সেমিফাইনাল এবং ফাইনাল কবে? দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন

Published : Nov 08, 2025, 11:43 AM IST
Super Cup 2025

সংক্ষিপ্ত

Super Cup 2025: দুটি সেমিফাইনাল ম্যাচ হবে আগামী ৪ ডিসেম্বর এবং ফাইনাল খেলা ৭ ডিসেম্বর। তবে ম্যাচগুলি কোন মাঠে আয়োজিত হবে, তা এখনও জানায়নি এআইএফএফ। সূচি অনুযায়ী, সুপার কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল বনাম পাঞ্জাব এফসি।

Super Cup 2025: সুপার কাপ নিয়ে চলে এল বড় আপডেট। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে সুপার কাপের সেমিফাইনাল। শুক্রবার, নকআউট পর্বের সূচি ঘোষণা করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। 

নকআউট পর্বের সূচি ঘোষণা

দুটি সেমিফাইনাল ম্যাচ হবে আগামী ৪ ডিসেম্বর এবং ফাইনাল খেলা ৭ ডিসেম্বর। তবে ম্যাচগুলি কোন মাঠে আয়োজিত হবে, তা এখনও জানায়নি এআইএফএফ। সূচি অনুযায়ী, সুপার কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল বনাম পাঞ্জাব এফসি। 

 

 

উল্লেখ্য, পাঞ্জাব কিন্তু প্রথমবারের জন্য সুপার কাপের সেমিফাইনাল খেলতে নামছে। আর এই দুই দলই গ্রুপ পর্বে অপরাজিত থেকে শেষ করেছে। অপরদিকে, দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে এফসি গোয়া বনাম মুম্বই সিটি এফসি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে, নর্থইস্ট ইউনাইটেডের কাছে হারলেও, প্রথম দুই ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে যায় তারা। তাই আগেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলে গোয়া।

ফাইনাল ম্যাচ ৭ ডিসেম্বর

তবে এটাও ঠিক যে, মুম্বইকে সেমিফাইনালে যেতে কিছুটা ভাগ্যও সহায়তা করেছে। সুপার কাপের গ্রুপ পর্বে, আই লিগের দল রাজস্থান ইউনাইটেডের কাছে পরাজিত হয় তারা। তবে কেরালা ব্লাস্টার্সের শেষ মুহূর্তের আত্মঘাতী গোল কিন্তু মুম্বইকে শেষ চারে জায়গা করে নিতে সাহায্য করেছ।

এরপর সেমিফাইনাল থেকে দুই বিজয়ী দল আগামী ৭ ডিসেম্বর, সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে।

সুপার কাপের সেমিফাইনালের সূচি

৪ ডিসেম্বর (বৃহস্পতিবার): 

প্রথম সেমিফাইনালঃ ইস্টবেঙ্গল বনাম পাঞ্জাব এফসি

দ্বিতীয় সেমিফাইনালঃ এফসি গোয়া বনাম মুম্বই সিটি এফসি

৭ ডিসেম্বর (রবিবার):  ফাইনাল

ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে সুপার কাপের সেমিফাইনাল। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?