গতবারের কোপা আমেরিকাতেই আর্জেন্টিনার হয়ে প্রথম ট্রফি জেতেন লিওনেল মেসি। এরপর তিনি দেশকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেন। এবার কোপা আমেরিকা খেতাব ধরে রাখার লক্ষ্যে মেসিরা।
প্রত্যাশিতভাবে জয় দিয়েই এবারের কোপা আমেরিকা অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুক্রবার ভারতীয় সময় অনুযায়ী ভোরবেলা কানাডার বিরুদ্ধে ম্যাচে ২-০ জয় পেলেন লিওনেল মেসিরা। ৪৯ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন জুলিয়ান আলভারেজ। এরপর একাধিকবার ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু সুযোগ নষ্ট হয়। শেষপর্যন্ত ৮৮ মিনিটে দ্বিতীয় গোল করেন লটারো মার্টিনজে। এই ম্যাচে লড়াই করে কানাডা। তবে ফুটবলারদের ব্যক্তিগত দক্ষতায় কানাডাকে টেক্কা দিল আর্জেন্টিনা। প্রথমার্ধে আর্জেন্টিনার সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টা করছিল কানাডা। একাধিক সহজ সুযোগও পেয়ে যান আলফন্সো ডেভিসরা। তবে দ্বিতীয়ার্ধে অনেক বেশি দাপট দেখায় আর্জেন্টিনা।
খেতাব ধরে রাখার লড়াই ভালোভাবে শুরু আর্জেন্টিনার
গত কোপা আমেরিকা যেখানে শেষ করেছিলেন, এবার সেখান থেকেই শুরু করলেন মেসিরা। আর্জেন্টিনার অধিনায়ক গোল না পেলেও, তাঁর দলের জয় পেতে কোনও সমস্যাই হল না। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে নিজেদের জাত চেনালেন বিশ্বচ্যাম্পিয়নরা। এদিনই কোপা আমেরিকায় প্রথম ম্যাচ খেলল কানাডা। এর আগে কোনওবার কোপা আমেরিকায় খেলার সুযোগ পাননি ডেভিসরা। তাঁরা হার দিয়ে কোপা আমেরিকা শুরু করলেন। নতুন কোচ জিসে মার্শের আমলে ২৭০ মিনিটেরও বেশি সময় খেললেও, গোল করতে পারল না কানাডা। সাফল্য পেতে হলে গোলখরা কাটাতেই হবে কানাডাকে।
কোপা আমেরিকা নতুন রেকর্ড মেসির
কানাডার বিরুদ্ধে এই ম্যাচে গোল না পেলেও, কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন মেসি। ৭ বার কোপা আমেরিকায় খেলছেন আর্জেন্টিনার অধিনায়ক। তিনি এখনও পর্যন্ত ৩৫ ম্যাচ খেলেছেন। এর আগে কোপা আমেরিকায় সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ছিল চিলির প্রাক্তন গোলকিপার সের্জিও লিভিংস্টোনের দখলে। তিনি ১৯৫৩ সালে এই রেকর্ড গড়েন। শুক্রবার এই রেকর্ড ভেঙে দিলেন মেসি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Spain Vs Italy: ফিরল তিকিতাকার ছন্দ, ইতালিকে হারিয়ে ইউরো কাপের নক-আউটে স্পেন
Denmark Vs England: ড্যানিশ ডিনামাইটে ঠোক্কর খেয়েও নক-আউটে কার্যত নিশ্চিত ইংল্যান্ড