
Champions League 2025: চলতি চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League 2025) থেকে বিদায় নিল লিভারপুল (Liverpool)। গ্রুপ পর্বে সবকটি ম্যাচে জয় পেলেও, নকআউটের শুরুতেই বিদায় নিতে হল তাদের। প্রি-কোয়ার্টার ফাইনালে পিএসজি-র (PSG) বিরুদ্ধে টাইব্রেকারে পরাজিত হল তারা। টাইব্রেকারে কার্যত নায়ক হয়ে উঠলেন প্যারিসের গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। অন্যদিকে, জয় পেয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা (Barcelona), বায়ার্ন মিউনিখ (Bayern Munich) এবং ইন্টার মিলান (Inter Milan)।
প্রথম পর্বের ম্যাচে যদিও প্যারিসের ঘরের মাঠে ১-০ গোলে জয় পেয়েছিল লিভারপুল। কিন্তু সেদিন যথেষ্ট ভালো ফুটবল উপহার দিয়েছিল পিএসজি। লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকার সেদিন সচেষ্ট না থাকলে, বেশ কয়েকটি গোল খেয়ে যেত তারা। এদিনের ম্যাচে ঠিক সেই পারফরম্যান্সটাই করে দেখালেন দোন্নারুম্মা (Gianluigi Donnarumma)।
বলা চলে ইতালির গোলরক্ষক একাই রুখে দেন লিভারপুলের সমস্ত আক্রমণ। খেলার ১২ মিনিটে, গোল করেন উসমান ডেম্বেলে।ফলে, সমতা ফেরাতে সক্ষম হয় পিএসজি। কিন্তু ৯০ মিনিট পর্যন্ত, আর কোনও গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তবে সেখানেও কোনও গোল হয়নি।
ফলে, স্বাভাবিকভাবেই ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই ফয়সালা হয় খেলার। এদিন টাইব্রেকারে লিভারপুলের ডারউইন নুনেজ এবং কার্টিজ জোনসের শট রুখে দেন দোন্নারুম্মা। উল্টোদিকে নিজেদের প্রথম চারটি শটেই গোল করে দেয় পিএসজি (LIV vs PSG Champions League)।
গোল করেন ভিটিনহা, গনজালো র্যামোস, ডেম্বেলে এবং ডিজ়ায়ার ডোউই। ফলে, ৪-১ গোলে টাইব্রেকারে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে গেল পিএসজি। আর সেইসঙ্গে, প্রতিযোগিতা থেকে বিদায় নিল লিভারপুল।
অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পৌঁছে গেল বার্সেলোনা। দুটি পর্ব মিলিয়ে বেনফিকাকে ৪-১ গোলে পরাজিত করেছে তারা। প্রথম পর্বে ১-০ গোলে জয় এবং দ্বিতীয় পর্বে ৩-১ গোলে জয় পায় বার্সা। এছাড়া বায়ার্ন মিউনিখ দুটি পর্ব মিলিয়ে ৫-০ গোলে হারিয়ে দিয়েছে বেয়ার লেভারকুসেনকে। প্রথম পর্বে ৩-০ গোলে জয় এবং দ্বিতীয় পর্বে ২-০ গোলে জয় পায় বায়ার্ন।
গোল করেন হ্যারি কেন। একটি গোল করানও তিনি। ফেয়েনুর্ডকে দুই পর্ব মিলিয়ে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইটালির ক্লাব ইন্টার মিলান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।