ইউরোপের দলগুলির মধ্যে যারা উন্নতি করেছে, তাদের অন্যতম সুইৎজারল্যান্ড। এবারের ইউরো কাপেও ব্রিল এমবোলোদের অসাধারণ পারফরম্যান্স দেখা গেল।
গত ইউরো কাপ ফাইনালে ইটালির বিরুদ্ধে টাইব্রেকারে হেরে খালি হাতে ফিরতে হয়েছিল ইংল্যান্ডকে। শনিবার এবারের ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে সেই টাইব্রেকারেই সুইৎজারল্যান্ডকে হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। পিছিয়ে পড়েও অসাধারণ লড়াই করে জয় ছিনিয়ে নিল গ্যারেথ সাউথগেটের দল। নির্ধারিত সময়ের খেলা ছিল ১-১। ৭৫ মিনিটে প্রথম গোল করে সুইসদের এগিয়ে দেন ব্রিল এমবোলো। ৮০ মিনিটে সমতা ফেরান বুকায়ো সাকা। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু আর গোল না হওয়ায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ। ইংল্যান্ডের হয়ে টাইব্রেকারে গোল করেন কোল পামার, জুড বেলিংহ্যাম, সাকা, ইভান টনি ও ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। সুইৎজারল্যান্ডের হয়ে গোল করেন ফ্যাবিয়ান স্কার, জার্দান শাকিরি ও জেকি আমদুনি। কিন্তু প্রথম শটে গোল করতে ব্যর্থ হন ম্যানুয়েল আকানজি। তাঁর দুর্বল শট সেভ করেন দেন ইংল্যান্ডের গোলকিপার জর্ডান পিকফোর্ড। ফলে টাইব্রেকারে ৫-৩ জয় পেল ইংল্যান্ড। গত ইউরো কাপ ফাইনালে টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন সাকা। এবার টাইব্রেকারে ইংল্যান্ডকে জিতিয়ে প্রায়শ্চিত্ত করলেন তিনি।
লড়াই করে জয় ইংল্যান্ডের
সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচ ইংল্যান্ডের কাছে অত্যন্ত কঠিন ছিল। ফুটবলে অনেক উন্নতি করেছে সুইৎজারল্যান্ড। একাধিক ফুটবলার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন। ফলে ইংল্যান্ডের ফুটবলের সঙ্গে তাঁরা পরিচিত। শুরু থেকেই দুর্দান্ত লড়াই দেখা যাচ্ছিল। তবে প্রথমার্ধে কোনও দলই গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি। শেষদিকে ম্যাচের রং বদলে যায়। সুইৎজারল্যান্ড এগিয়ে যাওয়ার পর চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। তবে শেষপর্যন্ত গতবারের রানার্সরাই জয় পেল।
ইংল্যান্ডকে বদলে দিয়েছেন সাউথগেট
সাথগেট ম্যানেজার হওয়ার পর থেকে ইংল্যান্ড দলের মানসিকতা বদলে গিয়েছে। অতীতে অনেকবার বিশ্বকাপ, ইউরো কাপে টাইব্রেকারে হেরে গিয়েছে ইংল্যান্ড। কিন্তু এই ইংল্যান্ড দল মানসিকভাবে অনেক কঠিন। লড়াই করতে পারে এই ইংল্যান্ড দল। গতবারের পর এবারের ইউরো কাপেও সেটা দেখা যাচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Cristiano Ronaldo: অবসর নিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? কী জানালেন পর্তুগালের কোচ?
Copa America: কলম্বিয়ার বিরুদ্ধে এগিয়ে গিয়েও ড্র, কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিল