সংক্ষিপ্ত

এবারের ইউরো কাপেই কি শেষবার খেলতে দেখা গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে? ফ্রান্সের কাছে হেরে পর্তুগাল বিদায় নেওয়ার পর থেকেই সারা বিশ্বে এই আলোচনা চলছে।

এবারের ইউরো কাপে কোনও ম্যাচেই গোল করতে পারেননি পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর দল কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে টাইব্রেকারে হেরে ছিটকে গিয়েছে। কিলিয়ান এমবাপেদের বিরুদ্ধে সারা ম্যাচেই নিষ্প্রভ ছিলেন রোনাল্ডো। তিনি খুব কম সময়েই বলের নাগাল পান। বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়েও সেই সুযোগ কাজে লাগাতে পারেননি 'সি আর সেভেন'। তাঁর পারফরম্যান্সে হতাশ অনুরাগীরা। ২০২৬ সালের বিশ্বকাপে কি পর্তুগালের হয়ে খেলতে দেখা যাবে রোনাল্ডোকে? এ বিষয়ে আলোচনা শুরু করেছেন তাঁর অনুরাগীরা। এবার এ বিষয়ে মুখ খুললেন পর্তুগালের প্রধান কোচ রবার্তো মার্টিনেজ।

কী বার্তা পর্তুগালের কোচের?

রোনাল্ডোর অবসরের প্রশ্নে মার্টিনেজ বলেছেন, ‘এখনই এ বিষয়ে কিছু বলা কঠিন। ম্যাচের ঠিক পরেই এই আলোচনা করা ঠিক নয়। কোনও ব্যক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।’ পর্তুগালের প্রধান কোচ এই বার্তা দিলেও, রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে জল্পনা থামছে না। অনেকেই দাবি করছেন, ৩৯ বছর বয়সে ইউরোপের সেরা প্রতিযোগিতায় খেলার ধকল নিতে পারছেন না এই কিংবদন্তি। এশিয়ার ক্লাব ফুটবল আর ইউরোপের সর্বোচ্চ পর্যায়ের পেশাদার ফুটবল যে এক নয়, সেটা বুঝতে পারছেন রোনাল্ডোও। তিনি তো দীর্ঘদিন ইউরোপের সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলেছেন। এবার হয়তো তাঁর যাত্রা শেষ হতে চলেছে।

অবসরের পথে পেপেও

পর্তুগালের অভিজ্ঞ ডিফেন্ডার পেপেও এবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে চলেছেন বলে জল্পনা শুরু হয়েছে। যদিও এবারের ইউরো কাপে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন এই ডিফেন্ডার। ফ্রান্সের বিরুদ্ধেও পর্তুগালের রক্ষণকে ভরসা দেন পেপে। তিনি একাধিকবার কোলো মুয়ানি, ক্যামাভিঙ্গাদের আটকে দেন। তবে ইউরো কাপে পর্তুগালের অভিযান শেষ হওয়ার পর এবার জাতীয় দল থেকে সরে যেতে পারেন পেপে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Copa America: টাইব্রেকার মিস মেসির, এমিলিয়ানোর বিশ্বস্ত হাতের সৌজন্যে কোপা আমেরিকার সেমি-ফাইনালে আর্জেন্টিনা

Copa America: কলম্বিয়ার বিরুদ্ধে এগিয়ে গিয়েও ড্র, কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

England Vs Slovakia: স্লোভাকিয়ার স্বপ্নভঙ্গ, ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড