সংক্ষিপ্ত
এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনা যে ছন্দে খেলছে, শুরু থেকেই ব্রাজিলকে সেই ছন্দে দেখা যাচ্ছে না। ব্রাজিলের এই দলের পক্ষে কতদূর এগোনো সম্ভব হবে, সে বিষয়ে অনেকেই সন্দিহান।
কলম্বিয়ার সঙ্গে ১-১ ড্র করে চলতি কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ব্রাজিল। তবে সেলেকাওদের পক্ষে লজ্জাজনক ব্যাপার হল, গ্রুপে দ্বিতীয় হয়ে নক-আউটে পৌঁছল। ৩ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ডি-র শীর্ষে থাকল কলম্বিয়া। ৩ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল কলম্বিয়া। রবিবার কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে। এই লড়াই ব্রাজিলের পক্ষে অত্যন্ত কঠিন হতে চলেছে। কোপা আমেরিকায় সফলতম দল উরুগুয়ে। এবারও দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে উরুগুয়ে। ফলে সেমি-ফাইনালে পৌঁছতে হলে ব্রাজিলকে সেরা পারফরম্যান্স দেখাতে হবে। গোলের সুযোগ হারালে চলবে না এবং রক্ষণে আরও জোর দিতে হবে।
এগিয়ে গিয়েও ড্র ব্রাজিলের
কলম্বিয়ার বিরুদ্ধে এই ম্যাচ জিতলে গ্রুপের শীর্ষে থাকতে পারত ব্রাজিল। সেই লক্ষ্যে ম্যাচের শুরুটা ভালোভাবেই করে সেলেকাওরা। ১২ মিনিটে ম্যাচের প্রথম গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন রাফিনহা। শুরুটা ভালো হওয়ায় জয়ের আশায় ছিল ব্রাজিল শিবির। কিন্তু প্রথমার্ধের সংযোজিত সময়ে কলম্বিয়ার হয়ে সমতা ফেরান ড্যানিয়েল মুনোজ। এরপর এই ম্যাচে আর গোল হয়নি। ফলে গ্রুপে ৩ ম্যাচের মধ্যে ২ ম্যাচেই ড্র করল ব্রাজিল। ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের পক্ষে এই ফল মোটেই সম্মানজনক নয়। ব্রাজিল সমর্থকরা প্রিয় দলের খেলায় খুব একটা খুশি হতে পারছেন না। যদিও তাঁদের আশা, নক-আউটে অন্যরকম খেলবে দল।
ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়াই কোয়ার্টার ফাইনাল খেলবে ব্রাজিল
গত ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখালেও, এদিন কলম্বিয়ার বিরুদ্ধে নিষ্প্রভ থাকলেন ব্রাজিলের প্রধান ভরসা ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের সপ্তম মিনিটেই হলুদ কার্ড দেখেন এই স্ট্রাইকার। ফলে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না ভিনিসিয়াস। তাঁর অভাব অনুভব করবে দল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Copa America 2024: ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোল, প্যারাগুয়েকে ৪-১ উড়িয়ে কোপা আমেরিকায় ছন্দে ব্রাজিল
Copa America 2024: রিজার্ভ বেঞ্চে সুয়ারেজ, পানামার বিরুদ্ধে সহজ জয়ে কোপা আমেরিকা শুরু উরুগুয়ের