Euro Cup: ফুটবলকে আলভিদা! স্পেনের কাছে পরাজিত হয়ে অবসর ঘোষণা টনি ক্রুজ়ের

সময় এল ফুটবলকে আলভিদা জানানোর। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জার্মান তারকা টনি ক্রুজ় (Toni Kroos)।

সময় এল ফুটবলকে আলভিদা জানানোর। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জার্মান তারকা টনি ক্রুজ় (Toni Kroos)।

জার্মানির এই মিডফিল্ডার দেশের মাটিতেই খেললেন নিজের জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচটি। তারপরই অবসর। শুক্রবার, স্পেনের (Spain) বিরুদ্ধে পরাজিত হয়ে ইউরো কাপ থেকে বিদায় নিল জার্মানি (Germany)। সেইসঙ্গে, নিজের ফুটবল জীবনের শেষ ম্যাচটিও খেলে ফেললেন ক্রুজ়।

Latest Videos

ইউরো কাপ (Euro Cup 2024) জয়ের স্বপ্ন নিয়ে এসেছিলেন ক্রুজ়। তাই অবসর ভেঙে ফিরে আসেন জার্মানির এই তারকা। দলের আক্রমণ এবং রক্ষণের মাঝে যোগসূত্র তৈরি করেন তিনি। কিন্তু স্পেনের বিরুদ্ধে হার মানে জার্মানি। আর তারপর ফুটবলকে বিদায় জানিয়ে ক্রুজ় বলেন, “জয়ের খুব কাছে পৌঁছে গেছিলাম আমরা। তাই হারের স্বাদটা ভীষণ তেতো লাগছে। আমাদের লক্ষ্য ছিল ইউরো কাপে জয়। কিন্তু সেটা হল না। আমাদের কাছে এই প্রতিযোগিতাটাই শেষ হয়ে গেল।”

অনেকেই বলছেন, নায়কের মতো বিদায় নেওয়া হল না ক্রুজ়ের। জার্মানির অন্যতম সেরা এই মিডফিল্ডারকে খেলা ছাড়তে হল একরাশ হতাশাকে সঙ্গী করে। দেশের হয়ে মোট ১১৪টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি। ইউরোতেও খেলেছেন একাধিকবার। কিন্তু জেতা হল না আর। এই ট্রফি অধরাই থেকে গেল টনি ক্রুজ়ের কাছে।

চলতি ইউরো কাপে অপরাজিত ছিল এই দুই দেশ। সেই স্পেন এবং জার্মানিই মুখোমুখি হয়েছিল শুক্রবার। জার্মানি হারলেও, স্পেন এখনও অপরাজিত। সদ্য প্রাক্তন এই ফুটবলারের কথায়, “আমরা নিজেদের সবটুকু দিয়ে খেলেছি। আগের থেকে অনেক উন্নতি হয়েছে আমাদের। সেটা নিয়ে গর্বিত হওয়া উচিৎ। জার্মানির ফুটবলে অবদান রাখতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে। আশা করি, ভবিষ্যতে দল আরও ভালো ফুটবল উপহার দেবে।”

আরও পড়ুনঃ 

Euro Cup: রুদ্ধশ্বাস ম্যাচে জার্মানিকে যোগ্য 'জবাব' স্পেনের, ২-১ গোলে জয় নিকো উইলিয়ামসদের

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today