Netherlands vs Türkiye: তুরস্কের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয়, ইউরো কাপের সেমি-ফাইনালে নেদারল্যান্ডস

Published : Jul 07, 2024, 02:30 AM ISTUpdated : Jul 07, 2024, 03:00 AM IST
Netherlands

সংক্ষিপ্ত

'ইউরোপের ব্রাজিল' হিসেবে পরিচিত নেদারল্যান্ডস বরাবরই দৃষ্টিনন্দন ফুটবল খেলে। এবারের ইউরো কাপেও সেটাই দেখা যাচ্ছে। অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে ডাচরা।

তুরস্কের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় ছিনিয়ে নিয়ে ইউরো কাপের সেমি-ফাইনালে পৌঁছে গেল নেদারল্যান্ডস। চতুর্থ কোয়ার্টার ফাইনালের ৩৫ মিনিটে সামেত আকাইদিনের গোলে এগিয়ে যায় তুরস্ক। অসাধারণ হেডে গোল করেন আকাইদিন। এই ম্যাচের প্রথমার্ধে আর গোল হয়নি। সমতা ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল নেদারল্যান্ডস। ৭০ মিনিটে দুরন্ত হেডে গোল করে সমতা ফেরান স্টেফান ডে ভ্রিজ। এরপর ৭৬ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন মার্ত মালডার। শেষদিকে সমতা ফেরানোর জন্য অনেক চেষ্টা করে তুরস্ক। তবে নেদারল্যান্ডসের রক্ষণ সতর্ক থাকায় আর গোল হয়নি। এই নিয়ে ষষ্ঠবার ইউরো কাপের সেমি-ফাইনলে পৌঁছে গেল নেদারল্যান্ডস।

ঠিক হয়ে গেল ইউরো কাপের ৪ সেমি-ফাইনালিস্ট

এবারের ইউরো কাপ শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। নেদারল্যান্ডস-তুরস্ক ম্যাচের মাধ্যমে কোয়ার্টার ফাইনালের লড়াই শেষ হয়ে গেল। এবার প্রথম সেমি-ফাইনালে স্পেন-ফ্রান্স লড়াই হতে চলেছে। দ্বিতীয় সেমি-ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে নেদারল্যান্ডস।

২ দশক পর ইউরো কাপের সেমি-ফাইনালে নেদারল্যান্ডস

২০০৪ সালের পর প্রথমবার ইউরো কাপের সেমি-ফাইনালে পৌঁছল নেদারল্যান্ডস। কডি গাকপোরা এবার চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। প্রথম ম্যাচ থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে নেদারল্যান্ডস। এখনও পর্যন্ত ৯ গোল করেছে ডাচ ব্রিগেড। স্পেন ও জার্মানি ১১ গোল করেছে। তবে আয়োজক দেশ জার্মানি ইউরো কাপের কোয়ার্টার ফাইনাল পর্যায় থেকেই ছিটকে গিয়েছে। ফলে সেমি-ফাইনালের লড়াই অত্যন্ত জমজমাট হতে চলেছে। ২০১০ সালের বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল স্পেন। অতিরিক্ত সময়ে আন্দ্রে ইনিয়েস্তার গোলে জয় পেয়ে প্রথমবার বিশ্বকাপ জেতে স্পেন। এবার যদি ইউরো কাপ ফাইনালে স্পেন-নেদারল্যান্ডসের লড়াই হয়, তাহলে স্পেনের বিরুদ্ধে বদলা নেওয়ার সুযোগ পাবে নেদারল্যান্ডস।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

England vs Switzerland: বুকায়ো সাকার শাপমুক্তি, সুইৎজারল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ইউরো কাপের সেমি-ফাইনালে ইংল্যান্ড

Cristiano Ronaldo: অবসর নিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? কী জানালেন পর্তুগালের কোচ?

Copa America: টাইব্রেকার মিস মেসির, এমিলিয়ানোর বিশ্বস্ত হাতের সৌজন্যে কোপা আমেরিকার সেমি-ফাইনালে আর্জেন্টিনা

PREV
click me!

Recommended Stories

Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?
সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের