সংক্ষিপ্ত
এবারের ইউরো কাপ থেকে ছিটকে গিয়েছে ফ্রান্স। এরপরেই তৎপর হয়েছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপের নতুন ক্লাব রিয়াল মাদ্রিদ। প্রকাশ্যে এল নতুন মরসুমের জার্সি।
নতুন মরসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ৯ নম্বর জার্সি পরে খেলবেন ফ্রান্সের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। ফ্রান্স ইউরো কাপ থেকে বিদায় নেওয়ার পরেই এমবাপের নতুন ক্লাব দলের জার্সি প্রকাশ্যে এল। রিয়াল মাদ্রিদের ৯ নম্বর জার্সি অত্যন্ত মর্যাদাপূর্ণ। কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো এই জার্সি পরে খেলেছেন। ফ্রান্সের জাতীয় দলে এমবাপের প্রাক্তন সতীর্থ করিম বেনজেমাও রিয়াল মাদ্রিদে ৯ নম্বর জার্সি পরে খেলেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ সাফল্য পেয়েছেন বেনজেমা। তিনি দল ছাড়ার পর এবার গোলের জন্য ভিনিসিয়াস জুনিয়র, রডরিগো, জুড বেলিংহ্যামদের পাশাপাশি এমবাপের দিকেও তাকিয়ে থাকবে রিয়াল মাদ্রিদ। ৩ জুন সরকারিভাবে রিয়াল মাদ্রিদের সঙ্গে এমবাপের চুক্তির কথা ঘোষণা করা হয়। ২৬ জুলাই রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ স্যান্তিয়াগো বার্নাব্যুতে এমবাপে প্রথমবার হাজির হবেন। নতুন ক্লাবের জার্সি পরে রিয়াল মাদ্রিদ সমর্থকদের অভিবাদন জানাবেন এমবাপে।
রিয়াল মাদ্রিদের একাধিক ফুটবলারের নতুন জার্সি
২০২৩ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল-ইত্তিহাদে যোগ দিয়েছেন বেনজেমা। এবারের ইউরো কাপের পরেই পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছেন জার্মানির তারকা মিডফিল্ডার টনি ক্রুস। রিয়াল মাদ্রিদ ছেড়েছেন ন্যাচো ফার্নান্ডেজও। ফলে একাধিক ফুটবলারকে রিয়াল মাদ্রিদের নতুন জার্সিতে দেখা যাবে। এমবাপেকে যেমন ৯ নম্বর জার্সি দেওয়া হচ্ছে, তেমনই ন্যাচোর ছেড়ে যাওয়া ৬ নম্বর জার্সি দেওয়া হচ্ছে ফ্রান্সের জাতীয় দলে এমবাপের সতীর্থ এডুয়ার্ডো ক্যামাভিনগাকে। ক্রুসের ছেড়ে যাওয়া ৮ নম্বর জার্সি পরবেন উরুগুয়ের হয়ে কোপা আমেরিকায় খেলা ফেডেরিকো ভ্যালভার্ডে।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্যে এমবাপে
প্যারিস সাঁ জা-র হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি এমবাপে। এবার রিয়াল মাদ্রিদের হয়ে এই সাফল্য পেতে চান তিনি। রিয়াল মাদ্রিদও আশা করছে, দলকে সাফল্য পেতে সাহায্য করবেন এমবাপে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Lionel Messi: সামনে শুধু রোনাল্ডো, আন্তর্জাতিক ম্যাচে গোলের সর্বকালীন রেকর্ড ভাঙতে পারবেন মেসি?
Copa America: গোল পেলেন মেসি, কানাডাকে উড়িয়ে কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনা