সংক্ষিপ্ত

এবারের ইউরো কাপে গ্রুপ সি-র লড়াই অত্যন্ত কঠিন। এই লড়াইয়ে কোন দুই দল বাজিমাত করবে, সেটা এখনই বলা যাচ্ছে না। সার্বিয়ার বিরুদ্ধে জয়ের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারল না স্লোভেনিয়া।

সার্বিয়ার বিরুদ্ধে জয় পেলে নক-আউটের যোগ্যতা অর্জন প্রায় নিশ্চিত ছিল। কিন্তু শেষমুহূর্তে গোল হজম করে জয় হাতছাড়া করল স্লোভেনিয়া। একইসঙ্গে নক-আউটের যোগ্যতা অর্জনের লড়াইয়ে পিছিয়ে পড়ল স্লোভেনিয়া। বৃহস্পতিবার মিউনিখের আলিয়াঁজ এরিনায় এই ম্যাচের ৬৯ মিনিটে প্রথম গোল করে স্লোভেনিয়াকে এগিয়ে দেন জ্যান কার্নিচনিক। এরপর স্লোভেনিয়ার জয় কার্যত নিশ্চিত ছিল। কিন্তু সংযোজিত সময়ের পঞ্চম মিনিটে সার্বিয়ার হয়ে সমতা ফেরান লুকা জভিচ। ফলে ১-১ শেষ হয় ম্যাচ। এই ম্যাচে পয়েন্ট হারিয়ে ২ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ সি-তে দ্বিতীয় স্থানে স্লোভেনিয়া। ২ ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সার্বিয়া।

ইউরো কাপে প্রথম জয়ের সুযোগ হারাল স্লোভেনিয়া

স্লোভেনিয়া ও সার্বিয়ার এই ম্যাচ খুব একটা উচ্চতায় পৌঁছয়নি। তবে ভালো লড়াই হয়। ইউরো কাপের ইতিহাসে এখনও পর্যন্ত কোনও ম্যাচেই জয় পায়নি স্লোভেনিয়া। এদিন কার্নিচনিকের গোলে সেই অধরা জয় আসবে বলে আশা করছিল স্লোভেনিয়া শিবির। কিন্তু তাদের মুখের গ্রাস কেড়ে নিলেন জভিচ। ৬৪ মিনিটে মাঠে নামার পর ভালো পারফরম্যান্স দেখালেন তিনি। শেষমুহূর্তে কর্নার থেকে হেডে গোল করে সমতা ফেরান জভিচ। ফলে স্লোভেনিয়ার নিশ্চিত জয় হাতছাড়া হল।

সুযোগ নষ্টের খেসারত দিল স্লোভেনিয়া

এবারের ইউরো কাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি সার্বিয়া। বৃহস্পতিবার স্লোভেনিয়ার বিরুদ্ধেও বড় ব্যবধানে হারতে পারত সার্বিয়া। কিন্তু প্রথমার্ধে একাধিক সহজ সুযোগ নষ্ট করে স্লোভেনিয়া। সার্বিয়াও অবশ্য গোলের সুযোগ পেয়েছিল। অভিজ্ঞ স্ট্রাইকার আলেকজান্ডার মিত্রোভিচের শট বারে লেগে ফিরে আসে। গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্লোভেনিয়া এবং ডেনমার্কের বিরুদ্ধে খেলবে সার্বিয়া।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Copa America 2024: রাত পোহালেই কোপা আমেরিকায় মেসিদের ম্যাচ, কীভাবে দেখা যাবে খেলা?

UEFA EURO 2024: ঝলসে উঠলেন 'আলপাইন মেসি', স্কটল্যান্ডের বিরুদ্ধে হার বাঁচাল সুইৎজারল্যান্ড

Germany Vs Hungary: ফের নায়ক জামাল মুসিয়ালা, ইউরো কাপের নক-আউটে জার্মানি