Cristiano Ronaldo: উন্মাদনা চরমে, মাঠে বারবার অনুপ্রবেশ ভক্তদের, কীভাবে পরিস্থিতি সামাল দিলেন রোনাল্ডো?

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে অনেকেই অহঙ্কারী, বদমেজাজি বলে অভিহিত করেন। কিন্তু 'সি আর সেভেন' বারবার প্রমাণ করে দিয়েছেন, তিনি আদতে মাটিতে পা রেখে চলা একজন মানুষ।

একবার, দু'বার নয়, ৬ বার মাঠে অনুপ্রবেশ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্তরা। শনিবার ইউরো কাপে পর্তুগাল-তুরস্ক ম্যাচে এই অনভিপ্রেত ঘটনা দেখা গেল। ডর্টমুন্ডের সিগন্যাল ইডুনা পার্কে এই ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬ বার ঢুকে পড়েন রোনাল্ডোর ভক্তরা। প্রথমে এক খুদে মাঠে ঢুকে পড়ে। তার সঙ্গে সেলফি তোলেন রোনাল্ডো। কিন্তু এরপর আরও পাঁচবার মাঠে অনুপ্রবেশ করেন 'সি আর সেভেন'-এর ভক্তরা। সবাই তাঁদের প্রিয় নায়ককে স্পর্শ করার জন্য ছুটে যান। ম্যাচে এভাবে বারবার বিঘ্ন ঘটায় বিরক্ত হন রোনাল্ডো। ইউরো কাপের মতো বড় প্রতিযোগিতায় ফুটবলারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় অনেকেই বিস্মিত।

নিরাপত্তারক্ষীদের ভূমিকায় ক্ষুব্ধ রোনাল্ডো

Latest Videos

পর্তুগাল-তুরস্ক ম্যাচ চলাকালীন দ্বিতীয়ার্ধে যখন খুদে ভক্ত মাঠে ঢুকে পড়ে, তখন তাকে জড়িয়ে ধরেন রোনাল্ডো। তিনি হাসিমুখেই তার সঙ্গে সেলফি তোলেন। এরপর ওই খুদে রোনাল্ডো-ভক্ত ছুটে মাঠ থেকে বেরিয়ে যায়। এই ঘটনা পর্যন্ত রোনাল্ডোর মেজাজ ঠিকই ছিল। কিন্তু এর ১০ মিনিট পর অপর একজন মাঠে অনুপ্রবেশ করলে বিরক্ত হন রোনাল্ডো। তিনি ওই ব্যক্তির সঙ্গে সেলফি তুলতে অস্বীকার করেন। কাঁধ থেকে ওই ব্যক্তির হাতও সরিয়ে দেন 'সি আর সেভেন'। কিন্তু এই ঘটনাই শেষ নয়, ম্যাচের শেষদিকে আরও দুই রোনাল্ডো-ভক্ত মাঠে অনুপ্রবেশ করেন। ম্যাচ শেষ হওয়ার পর গ্যালারি থেকে নেমে আসেন আরও দু'জন। এই ঘটনায় রোনাল্ডোর বিরক্তি বেড়ে যায়।

 

 

ইউরো কাপের নক-আউটে পর্তুগাল

শনিবার তুরস্ককে হারিয়ে ২ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে চলতি ইউরো কাপের নক-আউটে পৌঁছে গিয়েছে পর্তুগাল। গ্রুপের শেষ ম্যাচ নিয়মরক্ষার হয়ে গিয়েছে। তবে গ্রুপের শেষ ম্যাচেও ছন্দ ধরে রাখাই রোনাল্ডোদের লক্ষ্য।

 

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

UEFA EURO 2024: রোমানিয়ার বিরুদ্ধে সহজ জয়, ইউরো কাপে ঘুরে দাঁড়াল বেলজিয়াম

UEFA EURO 2024: নতুন নজির রোনাল্ডোর, তুরস্ককে ৩-০ উড়িয়ে ইউরো কাপের নক-আউটে পর্তুগাল

Spain Vs Italy: ফিরল তিকিতাকার ছন্দ, ইতালিকে হারিয়ে ইউরো কাপের নক-আউটে স্পেন

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি