সংক্ষিপ্ত
এবারের ইউরো কাপে নক-আউটে বেশ কয়েকটি দল নিশ্চিত হয়ে গিয়েছে। তবে এখনও কয়েকটি দল নক-আউটে জায়গা করে নেওয়ার জন্য লড়াই চালাচ্ছে।
এবারের ইউরো কাপে নিজেদের প্রথম ম্যাচে স্লোভাকিয়ার কাছে ০-১ হেরে গেলেও, দ্বিতীয় ম্যাচে রোমানিয়াকে ২-০ হারিয়ে ঘুরে দাঁড়াল বেলজিয়াম। এই জয়ের ফলে নক-আউটের যোগ্যতা অর্জনের লড়াইয়ে থাকল বেলজিয়াম। গ্রুপ ই থেকে কোন ২ দল নক-আউটের যোগ্যতা অর্জন করবে, সেটা এখনও ঠিক হয়নি। ২ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে বেলজিয়াম। রোমানিয়াও ২ ম্যাচ খেলে ৩ পয়েন্ট পেয়েছে। তবে গোলপার্থক্যে এগিয়ে থাকায় শীর্ষে বেলজিয়াম। স্লোভাকিয়া ও ইউক্রেনও ২ ম্যাচ খেলে ৩ পয়েন্ট করে পেয়েছে। ফলে এই গ্রুপের সব দলের কাছেই নক-আউটের যোগ্যতা অর্জনের সুযোগ আছে। শেষ ম্যাচে রোমানিয়ার মুখোমুখি হবে স্লোভাকিয়া এবং ইউক্রেনের বিরুদ্ধে খেলবে বেলজিয়াম। এই ম্যাচগুলির ফলই নক-আউটের স্থান নির্ধারণ করে দেবে।
রোমানিয়ার বিরুদ্ধে সহজ জয় বেলজিয়ামের
শনিবার রাতে রোমানিয়ার বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় মিনিটেই ইউরি টিয়েলেম্যানসের গোলে এগিয়ে যায় বেলজিয়াম। এরপর ৭৯ মিনিটে দ্বিতীয় গোল করেন কেভিন ডে ব্রুইনা। এদিন জয় পাওয়ার ফলে ইউরো কাপে ৭ বারের আসরে প্রতিবারই অন্তত ১ ম্যাচে জয় পেল বেলজিয়াম। ইউরো কাপের ইতিহাসে প্রথমবার গ্রুপ লিগে শেষ ম্যাচের আগে কোনও গ্রুপের ৪ দলই সমান পয়েন্ট পেয়েছে। এদিন ১ মিনিট ১৩ সেকেন্ডে গোল করেন টিয়েলেম্যানস। এটাই ইউরো কাপ, বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় বেলজিয়ামের দ্রুততম গোল। ইউরো কাপের ইতিহাসে এটা তৃতীয় দ্রুততম গোল।
নক-আউটের যোগ্যতা অর্জনের আশায় বেলজিয়াম
বুধবার গ্রুপের শেষ ম্যাচে ইউক্রেনকে হারিয়ে নক-আউটের যোগ্যতা অর্জনের ব্যাপারে আশাবাদী রোমেলু লুকাকুরা। তবে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই সহজ হবে না। রোমানিয়াকে হারিয়ে নক-আউটের যোগ্যতা অর্জনের আশায় স্লোভাকিয়া।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
UEFA EURO 2024: নতুন নজির রোনাল্ডোর, তুরস্ককে ৩-০ উড়িয়ে ইউরো কাপের নক-আউটে পর্তুগাল
Spain Vs Italy: ফিরল তিকিতাকার ছন্দ, ইতালিকে হারিয়ে ইউরো কাপের নক-আউটে স্পেন
UEFA EURO 2024: ঝলসে উঠলেন 'আলপাইন মেসি', স্কটল্যান্ডের বিরুদ্ধে হার বাঁচাল সুইৎজারল্যান্ড