সংক্ষিপ্ত

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির দলবদলের জল্পনা ক্রমশঃ রহস্য উপন্যাসের মতো হয়ে যাচ্ছে। প্রতি অনুচ্ছেদেই গল্প নতুন মোড় নিচ্ছে। মেসি শেষপর্যন্ত কোন ক্লাবে সই করবেন, সেটাই এখন বিশ্ব ফুটবলে সবচেয়ে বড় প্রশ্ন।

কয়েক বছর আগেও বার্সেলোনার প্রধান ভরসা ছিলেন লিওনেল মেসি, ইনিয়েস্তা ও জাভি। সেই সময় বিশ্ব ফুটবলে প্রচলিত ছিল, জাভি-ইনিয়েস্তাকে পাশে না পেলে সেরা পারফরম্যান্স দেখাতে পারেন না মেসি। ফের কি বার্সেলোনায় মেসি-জাভি যুগলবন্দি দেখা যাবে? এই জল্পনা উস্কে দিয়েছেন স্বয়ং জাভি। তিনি খেলা ছাড়ার পর এখন বার্সা কোচ। প্রাক্তন সতীর্থকে দলে চাইছেন স্পেনের হয়ে বিশ্বকাপ-ইউরো কাপ জেতা এই মিডফিল্ডার। জাভি বলেছেন, ‘আমি ইতিমধ্যেই বলেছি, এখানেই মেসির সবকিছু। ওর জন্য দরজা খোলা। ও বিশ্বের সেরা ফুটবলার।  ইতিহাসে চিরকাল ওর জন্য জায়গা থাকবে। ও আমার বন্ধু। ওর সঙ্গে আমার নিয়মিত কথা হয়। ও ভবিষ্যতে কী করতে চায়, সেটা ওর উপরেই নির্ভর করছে। ও যে ক্লাবে খেলতে চায় সেই ক্লাবেই খেলবে। তবে আমাদের কাছে একটা ব্যাপার স্পষ্ট, এটা ওর নিজের জায়গা। এ ব্যাপারে কারও কোনও সংশয় নেই।’

জাভির এই বক্তব্যে উচ্ছ্বসিত বার্সা সমর্থকরা। তাঁরা চাইছেন, পুরনো ক্লাব থেকেই অবসর নিন মেসি। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে আলোচনা। বার্সা সমর্থকরা আশা করছেন, তাঁদের ক্লাবের ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলারকে ক্যাম্প ন্যুতে ফিরিয়ে আনতে পারবেন জাভি। প্রাক্তন সতীর্থর সঙ্গে মেসির সম্পর্ক বেশ ভালো। জাভির কোচিংয়ে খেলতেও মেসির কোনওরকম সমস্যা হওয়ার কথা নয়।

২০২১ সালে ক্যাম্প ন্যু ছেড়ে প্যারিসে পাড়ি জমান মেসি। কিন্তু বার্সায় তিনি যে ছন্দে খেলছেন, পিএসজি-তে সেই ফর্ম দেখা যাচ্ছে না। চলতি মরসুম শেষ হলেই পিএসজি-র সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। পিএসজি ম্যানেজমেন্ট বারবার নতুন চুক্তির কথা বললেও, মেসি এখনও পর্যন্ত রাজি হননি। তিনি দল ছাড়তে চলেছেন বলে ফরাসি সংবাদমাধ্যমে লেখালেখি শুরু হয়ে গিয়েছে। মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিও মেসিকে দলে নিতে আগ্রহী। তবে বার্সার সঙ্গে মেসির আবেগের সম্পর্ক। সেই আবেগই উস্কে দিলেন জাভি।

মরসুম যতই শেষের দিকে গড়াচ্ছে, মেসির পিএসজি-তে থাকার সম্ভাবনা কমছে। পিএসজি ছেড়ে বার্সায় ফিরলে হয়তো মেসিকে কম পারিশ্রমিকে খেলতে হবে। সেই তুলনায় মায়ামিতে গেলে আর্থিকভাবে লাভবান হবেন 'এল এম টেন'। সেই কারণে অনেকেই মনে করেন, বার্সার বদলে মায়ামিতেই যেতে পারেন মেসি। তবে আর্জেন্টিনার অধিনায়ক ঠিক কী করবেন, সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না।

আরও পড়ুন-

মেসি অবসর নিলে অনেক ব্যালন ডি'অর জিতবেন এমবাপে, বললেন এমিলিয়ানো মার্টিনেজ

জুনে কলকাতায় আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ!

আরও একটি নজিরের মুখে লিওনেল মেসি, বসতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে একাসনে