লিভারপুলের কাছে ৭ গোলে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

যে কোনও ম্যাচই বড় ব্য়বধানে হারের পরের ম্যাচ সবসময় কঠিন। বিশেষ করে বড় দল যদি অপ্রত্য়াশিতভাবে হেরে যায়, তাহলে কাজটা আরও কঠিন হয়ে যায়। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাজও কঠিন ছিল।

কয়েকদিন আগেই ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে ০-৭ হেরে গিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তবে সেই হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াল এরিক টেন হ্য়াগের দল। উয়েফা ইউরোপা লিগে রিয়াল বেটিসকে ৪-১ গোলে হারিয়ে দিল ম্যান ইউ। বড় ব্য়বধানে হারের কোনও জড়তাই দেখা গেল না রেড ডেভিলসের খেলায়। ৬ মিনিটের মধ্যেই প্রথম গোল করে ম্যান ইউকে এগিয়ে দেন মার্কাস র‍্যাশফোর্ড। ৩২ মিনিটে সেই গোল শোধ করে দেন আয়োজ পেরেজ। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। ৫২ মিনিটে দ্বিতীয় গোল করে ম্যান ইউকে এগিয়ে দেন অ্যান্টনি। ৫৮ মিনিটে ব্য়বধান বাড়ান ব্রুনো ফার্নান্ডেজ। ৮২ মিনিটে ম্যান ইউয়ের হয়ে চতুর্থ গোল করেন উট উইঘর্স্ট। এই জয়ের ফলে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল ম্যান ইউ। দ্বিতীয় লেগ অবশ্য অ্যাওয়ে ম্যাচ। তবে ওল্ড ট্র্য়াফোর্ডে বড় ব্য়বধানে জয় পাওয়ায় দ্বিতীয় লেগে সমস্যা হওয়ার কথা নয় টেন হ্য়াগের দলের।

রিয়াল বেটিসের বিরুদ্ধে ৫ মিনিটের মধ্যেই এগিয়ে যেতে পারত ম্যান ইউ। গোল করে ফেলেছিলেন ক্যাসেমিরো। তবে অফসাইডের জন্য সেই গোল বাতিল করে দেন রেফারি। পরের মিনিটেই অবশ্য গোল করে টেন হ্য়াগের দলকে এগিয়ে দেন র‍্যাশফোর্ড। চলতি মরসুমে এই স্ট্রাইকারের ২৫ গোল হয়ে গেল। ফার্নান্ডেজের ক্রস থেকে জালে বল জড়িয়ে দেন র‍্যাশফোর্ড। তাঁর গোল প্রচণ্ড ঠান্ডার মধ্যে ওল্ড ট্র্যাফোর্ডের গ্য়ালারিতে ভিড় জমানো সমর্থকদের মুখে হাসি ফোটান। ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার পর অবশ্য কিছুটা চাপে পড়ে যায় ম্যান ইউ। লেস্টার সিটি থেকে লোনে রিয়াল বেটিসে যোগ দেওয়া পেরেজ গোল করে সমতা ফেরান। ম্যান ইউয়ের ফুটবলাররা অবশ্য হ্যান্ডবলের দাবি জানান। তবে রেফারি 'ভি এ আর'-এর সাহায্য নিয়ে গোল দেন।

Latest Videos

দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যান ইউয়েরই প্রাধান্য দেখা যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে রেড ডেভিলসকে এগিয়ে দেন অ্যান্টনি। বক্সের বাইরে থেকে তাঁর বাঁ পায়ের শট জালে জড়িয়ে যায়। ৬ মিনিট পরেই ব্য়বধান বাড়ান ফার্নান্ডেজ। একাধিক সুযোগ নষ্ট করার পর ৮২ মিনিটে অবশেষে গোল করেন উইঘর্স্ট।

ইউরোপা লিগের অন্য ম্যাচে জার্মানির এসসি ফ্রেইবার্গকে ১-০ হারিয়ে দিয়েছে জুভেন্টাস। একমাত্র গোল করেন আর্জেন্টিনার তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। অন্য ম্যাচে ফেয়েনুর্ডের সঙ্গে ১-১ ড্র করল শাখতার।

আরও পড়ুন-

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের কাছে হার পিএসজি-র, মেসিকে নিয়ে ব্যঙ্গ সোশ্যাল মিডিয়ায়

লিভারপুলের বিরুদ্ধে রোনাল্ডোকে প্রথম একাদশে না রাখার কারণ ছিল, মুখ খুললেন টেন হ্যাগ

এডিনসন কাভানিকে টপকে প্যারিস সাঁ জা-র সর্বাধিক গোলদাতা কিলিয়ান এমবাপে

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী