Lamine Yamal: প্রথমবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে খেলবেন, কী ভাবছেন ল্যামিন ইয়ামাল?

Published : Jun 06, 2025, 04:50 PM ISTUpdated : Jun 06, 2025, 05:09 PM IST
Lamine Yamal

সংক্ষিপ্ত

UEFA Nations League Final: গত বছর ইউরো কাপ (UEFA Euro 2024) জেতার পর এবার উয়েফা নেশনস লিগ জেতার সামনে স্পেন। এই টুর্নামেন্টের ফাইনালে পর্তুগালের মুখোমুখি স্পেন। রবিবার রাতে ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) বিরুদ্ধে লড়াই স্পেনের।

UEFA Nations League Final Lamine Yamal vs Cristiano Ronaldo: রবিবার রাতে উয়েফা নেশনস লিগ ফাইনালে (UEFA Nations League Final) পর্তুগালের মুখোমুখি হচ্ছে স্পেন (Portugal vs Spain)। এই ম্যাচকে স্পেনের তরুণ তারকা ল্যামিন ইয়ামাল (Lamine Yamal) বনাম পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) লড়াই হিসেবে দেখা হচ্ছে। গত বছর ইউরো কাপে ((UEFA Euro 2024) নজর কেড়ে নেন ইয়ামাল। এই তরুণ ফুটবলার স্পেনকে ইউরো কাপ জেতান। এবার উয়েফা নেশনস লিগ জিততে চাইছেন। সেমি-ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে জোড়া গোল করেছেন ইয়ামাল। রুদ্ধশ্বাস ম্যাচে ৫-৪ জয় পেয়েছে স্পেন। অন্য সেমি-ফাইনালে জার্মানিকে ২-১ হারিয়ে দিয়েছে পর্তুগাল (Germany vs Portugal)। গোল পেয়েছেন রোনাল্ডো। এবার ফাইনালে দুর্দান্ত লড়াই দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া।

রোনাল্ডোর প্রতি শ্রদ্ধাশীল ইয়ামাল

ফ্রান্সের বিরুদ্ধে জয় পাওয়ার পর রোনাল্ডোর মুখোমুখি হওয়া প্রসঙ্গে ইয়ামাল বলেছেন, ‘এটি বিশেষ ম্যাচ। এক অসাধারণ দলের বিরুদ্ধে ফাইনাল আমাদের অতিরিক্ত অনুপ্রেরণা দিচ্ছে। আমি এই ধরনের ম্যাচ খেলতে চাই। আমি কে, তা প্রমাণ করতে চাই। উনি ফুটবলের কিংবদন্তি। সব খেলোয়াড়ের মতো আমারও ক্রিশ্চিয়ানোর প্রতি বিশাল শ্রদ্ধা আছে। আমি নিজের কাজ করব। দলকে ম্যাচ জেতাতে চাই।’ ১৭ বছর বয়সি ইয়ামাল ইতিমধ্যেই তারকা হয়ে উঠেছেন। বার্সেলোনার হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। একইসঙ্গে জাতীয় দলের হয়েও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন ইয়ামাল। তিনি বার্সেলোনা ও স্পেনকে আরও সাফল্য এনে দিতে চান।

স্পেনকে সাফল্য এনে দেওয়াই ইয়ামালের লক্ষ্য

উয়েফা নেশনস লিগ ফাইনাল প্রসঙ্গে ইয়ামাল বলেছেন, ‘আমি মাকে সবসময় বলি, সবসময় সেরা পারফরম্যান্সের চেষ্টা করব। এটিই আমার ফুটবল খেলার অনুপ্রেরণা। এই কারণেই আমি রোজ সকালে ঘুম থেকে উঠি। ফ্রান্স দলে বিশ্বমানের খেলোয়াড়রা আছেন। ৬০ মিনিটের পর স্কোরলাইন অনেক বড় ছিল।  কিন্তু ওদের দলে এমন খেলোয়াড় আছেন যাঁরা আমাদের সমস্যায় ফেলে দেন। আমরা ও পর্তুগাল খুব ভালো দল। দুই দলেই বিশ্বমানের খেলোয়াড় আছেন। সেরা দল জয় পাক। আমি স্পেনে কাপ আনতে চাই।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?