উয়েফা নেশনস লিগে ইতালিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ফ্রান্স, বড় জয় ইংল্যান্ডের

Published : Nov 18, 2024, 10:59 AM ISTUpdated : Nov 18, 2024, 11:18 AM IST
France football team

সংক্ষিপ্ত

জমে উঠেছে উয়েফা নেশনস লিগের খেলা। ইউরোপের দলগুলির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। পর্তুগালের পর ফ্রান্স, ইংল্যান্ডও বড় ব্যবধানে জয় পেল।

উয়েফা নেশনস লিগের বড় ম্যাচে ইতালিকে ৩-১ উড়িয়ে দিল ফ্রান্স। এই জয়ের ফলে গ্রুপ এ ২-এর শীর্ষে পৌঁছে গেল ফ্রান্স। জোড়া গোল করে ফরাসিদের নায়ক আদ্রিয়েন র‍্যাবিয়ত। অপর গোল করেন লুকাস ডাইন। ইতালির হয়ে একমাত্র গোল করেন আন্দ্রিয়া ক্যাম্বিয়াসো। এই জয়ের ফলে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকল ফ্রান্স। ইতালিও ১৩ পয়েন্ট পেয়েছে। তবে গোলপার্থক্যে এগিয়ে থাকায় গ্রুপের শীর্ষে ফরাসিরা। দুই দল আগেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিল। ফলে এই ম্যাচে নেহাতই নিয়মরক্ষার ছিল। তবে ইতালিকে হারিয়ে গ্রুপের শীর্ষে থাকায় পরের পর্বে স্পেন, জার্মানি, পর্তুগালের মতো কঠিন প্রতিপক্ষকে এড়াতে পারছে ফরাসিরা। কোয়ার্টার ফাইনালে সহজতর প্রতিপক্ষকে পাচ্ছেন র‍্যাবিয়তরা। ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশঁ এই ম্যাচে দলের সেরা স্ট্রাইকার কিলিয়ান এমবাপেকে ডাকেননি। তাঁর এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হলেও, দল সহজ জয় পাওয়ায় ফরাসি শিবিরে খুশির ছোঁয়া। জয়ের পর দেশঁ বলেছেন, ‘এখানে ইতালির মতো আত্মবিশ্বাসে ভরপুর দলের বিরুদ্ধে জয় পাওয়া আমাদের দলের দুর্দান্ত পারফরম্যান্সের প্রমাণ। এই জয় আমাদের দলের গভীরতা এবং দলের সবার উদ্দীপনা দেখিয়ে দিল।’

বড় ব্যবধানে জয় ইংল্যান্ডের

ওয়েম্বলি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সম্মানের লড়াইয়ে ৫-০ জয় পেল ইংল্যান্ড। প্রথমার্ধে গোল করতে না পারলেও, দ্বিতীয়ার্ধে পাঁচ গোল করলেন হ্যারি কেনরা। ইংল্যান্ডের অধিনায়ক কেনই পেনাল্টি থেকে প্রথম গোল করেন। এরপর গোল করেন অ্যান্টনি গর্ডন, কনর গ্যালাঘার, জ্যারড বাওয়েন, টেলর হারউড-বেলিস। প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে গোল করলেন বাওয়েন ও হারউড-বেলিস।

বেলজিয়ামকে হারিয়ে দিল ইজরায়েল

বুদাপেস্টে বেলজিয়ামকে ১-০ হারিয়ে চমক দিল ইজরায়েল। আন্তর্জাতিক ম্যাচে অভিষেকেই গোল করে ইজরায়েলকে জেতালেন ইয়ার্ডেন শুয়া। এই ম্যাচ জিতেও অবশ্য উয়েফা নেশনস লিগ থেকে ছিটকে গেল ইজরায়েল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বাইসাইকেল কিকে দুরন্ত গোল, পোল্যান্ডের বিরুদ্ধে পুরনো ঝলক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

এমএলএস সাপোর্টার্স শিল্ড জয়ের সুবাদে নতুন গৌরবের সুযোগ, ফের বিশ্বজয়ের লড়াইয়ে মেসি

কবে অবসর নেওয়ার কথা ভাবছেন? পোল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করেই ইঙ্গিত রোনাল্ডোর

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?