East Bengal: লাল-হলুদ ছেড়ে সবুজ-মেরুনে যাচ্ছেন বিষ্ণু পি ভি? দলবদলের মরসুমে জোর জল্পনা

নতুন মরসুম শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। রবিবার কলকাতা লিগে প্রথম ম্যাচ খেলল লাল-হলুদ ব্রিগেড। কিন্তু এখনও দল বদল নিয়ে জল্পনা অব্যাহত।

কয়েকদিন আগেই শোনা যাচ্ছিল, ইস্টবেঙ্গলের এক তরুণ ফুটবলারকে দলে নেওয়ার চেষ্টা করছে মোহনবাগান সুপার জায়ান্ট। সেই ফুটবলার কে হতে পারেন, এই জল্পনা অব্যাহত। রবিবার কলকাতা লিগে ইসটবেঙ্গল প্রথম ম্যাচ খেলল। এই ম্যাচে লাল-হলুদের হয়ে খেলেননি তরুণ তারকা বিষ্ণু পি ভি। অথচ আইএসএল-এ খেলা আমন সি কে, সায়ন বন্দ্যোপাধ্যায়রা টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে খেললেন। এরপরেই বিষ্ণুকে নিয়ে জল্পনা বেড়েছে। এই তরুণ ফুটবলার নতুন মরসুমে এখনও লাল-হলুদের অনুশীলনে যোগ দেননি। তিনি মূল দলের সঙ্গে অনুশীলন করবেন না রিজার্ভ দলে থাকবেন, সেই জল্পনার পাশাপাশি দল ছাড়তে পারেন বলেও শোনা যাচ্ছে। বিষ্ণুকে নিয়ে এখন সরগরম গড়ের মাঠ।

সবুজ-মেরুনে যাবেন বিষ্ণু?

Latest Videos

গত মরসুমের কলকাতা লিগে প্রথম নজর কেড়েছিলেন কেরলের তরুণ ফুটবলার বিষ্ণু। ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের কোচ বিনো জর্জই তাঁকে গড়ের মাঠে প্রতিষ্ঠা পেতে সাহায্য করেন। কলকাতা লিগে ভালো পারফরম্যান্স দেখানোর পর আইএসএল-এও খেলার সুযোগ পান বিষ্ণু। গতি, ড্রিবল করার দক্ষতা তাঁর সম্পদ। গোল করার ক্ষেত্রে আর একটু তৎপর হলে আইএসএল-এর যে কোনও দলেই সুযোগ পেয়ে যেতে পারেন এই তরুণ। এই কারণেই তাঁকে নিয়ে জল্পনা চলছে। ইস্টবেঙ্গলের প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত এখনও কলকাতায় এসে পৌঁছননি। বিদেশি ফুটবলাররাও এখনও আসেননি। ফলে লাল-হলুদের মূল দলের অনুশীলন শুরু হয়নি। এই পরিস্থিতিতে বিষ্ণুকে নিয়ে জল্পনা বাড়ছে।

সুযোগ না পাওয়ার আশঙ্কায় দল ছাড়বেন বিষ্ণু?

এবার ইস্টবেঙ্গলের আক্রমণভাগে ক্লেইটন সিলভা, দিমিত্রিওস দিমায়ান্তাকস, ডেভিড লালহানসাঙ্গার মতো ফুটবলাররা আছেন। ফলে বিষ্ণুর পক্ষে খেলার সুযোগ পাওয়া কঠিন। এই কারণেই তিনি দল ছাড়তে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। যদিও সরকারিভাবে এখনও এ বিষয়ে কিছু জানা যায়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

CFL 2024: প্রথম ম্যাচেই বড় জয় ইস্টবেঙ্গলের, ৭-১ গোলে হারাল টালিগঞ্জ অগ্রগামীকে

তিন কাঠির নিচে হবে সব দুরন্ত সেভ! ইস্টবেঙ্গলে আসছেন এই অভিজ্ঞ গোলরক্ষক?

East Bengal: নতুন মরসুমেও ইস্টবেঙ্গলের অধিনায়ক ক্লেইটন, সহকারী মহেশ

Share this article
click me!

Latest Videos

জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু