ট্যাংরার প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকলের দশটি ইঞ্জিন

Published : Dec 12, 2022, 01:00 PM ISTUpdated : Dec 12, 2022, 01:07 PM IST
Fire

সংক্ষিপ্ত

দুপুর ১২টা পর্যন্ত চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলেই জানা যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণের জন্য প্রাণপণে চেষ্টা চালাচ্ছে দমকল কর্মীরা।

ট্যাংরার প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। সোমবার সকালে ট্যাংরার তিলখানার একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে যায়। সূত্রের খবর ভেতরে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। দুপুর ১২টা পর্যন্ত চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলেই জানা যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণের জন্য প্রাণপণে চেষ্টা চালাচ্ছে দমকল কর্মীরা।

কীভাবে আগুন লাগল সে বিষয় এখনও ধোঁয়াশা রয়েছে। তবে কারখানার ভেতরে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে বলেই জানা যাচ্ছে। আগুন লাগার কারণ খোঁজা হচ্ছে, তবে দমকলের তরফে জানানো হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনাই এই মুহূর্তে প্রাথমিক লক্ষ্য। আগুন নেভানোর পর এই বিষয় তদন্ত করা হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

বিস্তারিত খবরের জন্য রিফ্রেশ করুণ...

PREV
click me!

Recommended Stories

ন'য়ের দশকে লাল-হলুদ শিবিরের ভরসা ছিলেন, ইলিয়াস পাশার প্রয়াণে শোকাহত ময়দান
UCL 2026: জমে গেছে চ্যাম্পিয়ন্স লিগ, দুরন্ত জয় রিয়াল এবং আর্সেনালের! পরাজয় সিটির