বাংলার সামনে নতজানু গতবারের চ্যাম্পিয়ন সার্ভিসেস, সন্তোষ ট্রফি জয়ের সামনে রবি হাঁসদারা

সংক্ষিপ্ত

হকিতে পাঞ্জাব, ক্রিকেটে মুম্বই, ফুটবলে বাংলা। ভারতের ক্রীড়া মানচিত্রে এই তিন জায়গার যে পরিচিতি, তা আজও বজায় আছে। ফের সন্তোষ ট্রফি ফাইনালে উঠে শ্রেষ্ঠত্ব প্রমাণ করছে বাংলা।

সন্তোষ ট্রফিতে নিজেদের রেকর্ডই ভেঙে ফের চ্যাম্পিয়ন হওয়ার সামনে বাংলা। এখনও পর্যন্ত বাংলায় ৩২ বার এসেছে রাজ্যভিত্তিক দেশের সেরা টুর্নামেন্টের খেতাব। এবার চ্যাম্পিয়ন হলে ৩৩ বার সন্তোষ ট্রফি জিতবে বাংলা। সঞ্জয় সেনের কোচিংয়ে সেই নজির গড়ার পথে রবি হাঁসদা, নরহরি শ্রেষ্ঠারা। রবিবারে সেমি-ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন সার্ভিসেসকে ৪-২ উড়িয়ে ফাইনালে পৌঁছে গেল বাংলা। জোড়া গোল করলেন রবি। তিনি এবারের সন্তোষ ট্রফিতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সর্বোচ্চ গোলদাতা হতে চলেছেন। সার্ভিসেসের বিরুদ্ধে বাংলার হয়ে বাকি দুই গোল করলেন নরহরি ও মনোতোষ মাজি। দ্বিতীয়ার্ধে সার্ভিসেস ব্যবধান কমিয়ে ফেলায় বাংলা দলের উপর চাপ তৈরি হয়েছিল। তবে শেষপর্যন্ত হাসিমুখেই মাঠ ছাড়লেন রবি, নরহরিরা।

৮ বছর পর ফের সন্তোষ ট্রফি জয়ের হাতছানি

Latest Videos

২০১৬-১৭ মরসুমে শেষবার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। তারপর থেকে আর খেতাব আসেনি। ৮ বছর পর ফের চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। এবারের সন্তোষ ট্রফিতে এখনও পর্যন্ত অপরাজিত বাংলা। প্রথম ম্যাচ থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন রবি, নরহরি, মনোতোষ, চাকু মান্ডি, ইসরাফুল দেওয়ান, বিক্রম প্রধানরা। মোহনবাগানকে আই লিগ জেতানো কোচ সঞ্জয় দলকে দারুণভাবে পরিচালনা করছেন। ফিটনেসের পাশাপাশি লড়াইয়ের মানসিকতা তৈরি হয়েছে। এই কারণেই সার্ভিসেসের বিরুদ্ধে একসময় চাপে পড়ে গেলেও, জয় ছিনিয়ে নিতে সমস্যা হল না। বাংলার হয়ে যাঁরা সন্তোষ ট্রফিতে খেলছেন, তাঁরা ভবিষ্যতে আই লিগ, আইএসএল-এর মতো টুর্নামেন্টে খেলার সুযোগ পাবেন বলে আশায় ফুটবল মহল।

ফাইনালে কেরালাকে চাইছে বাংলা

এবারের সন্তোষ ট্রফিতে বাংলার মতোই ভালো পারফরম্যান্স দেখাচ্ছে কেরালা। ২০১৭-১৮ এবং ২০২১-২২ মরসুমের সন্তোষ ট্রফি ফাইনালে কেরালার কাছে হেরে যায় বাংলা। এবার সেই হারের বদলা নিতে চাইছেন রবিরা। এই কারণে বাংলা শিবির চাইছে, দ্বিতীয় সেমি-ফাইনালে মণিপুরকে হারিয়ে ফাইনালে উঠুক কেরালা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'মনে হচ্ছিল মাঠে আরও এক ব্রাজিলিয়ানকে হারাতে চলেছি,' ক্লেইটনকে মারাত্মক আঘাত নিয়ে সরব ডগলাস

রেফারি ও মনোজ মহম্মদের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল, হল না আইএসএল-এ প্রথমবার জয়ের হ্যাটট্রিক

গঙ্গাসাগরের জন্য বিশ বাঁও জলে কলকাতা ডার্বি! কী করবে আয়োজক মোহনবাগান সুপার জায়ান্ট?

Share this article
click me!

Latest Videos

মমতার চালাকি ধরে ফেললেন! পথ খুঁজতে Abhijit Ganguly'র বাড়িতে চাকরিহারাদের একাংশ | SSC case Update
Locket Chatterjee: সিটি কলেজের অধ্যাপক 'আমরা যোগ্য' কার্ড ঝুলিয়ে মমতার সভায় কী করছে? প্রশ্ন লকেটের