কিন্তু তারই মাঝে পদত্যাগ করেছেন ইস্টবেঙ্গল (East Bengal) কোচ কার্লোস কুয়াদ্রাত (Carles Cuadrat)। পরপর তিন ম্যাচে হেরে, দায়িত্ব ছাড়লেন তিনি।
210
এফসি গোয়ার বিরুদ্ধে হারের পর সমর্থকদের ক্ষোভের মুখে পড়েন কুয়াদ্রাত (Cuadrat)
কার্যত, টিম বাস এবং তাঁকে কেন্দ্র করে গো-ব্যাক স্লোগান দিতে থাকেন লাল হলুদ সমর্থকরা।
310
আপাতত দায়িত্ব সামলাবেন বিনো জর্জ
অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে বর্তমানে লাল হলুদের হেড স্যার তিনিই।
410
এবারেই প্রশ্ন উঠছে যে, তাহলে নতুন কোচ (Coach) কে হবেন?
কারণ, আইএসএল-এর লড়াইতে টিকে থাকতে গেলে আরও উন্নতমানের কোচ যে প্রয়োজন, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।
510
এই মুহূর্তে দাঁড়িয়ে কি খুব বেশি পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটবেন লাল হলুদ কর্তারা?
সেক্ষেত্রে যে বিদেশি কোচরা ভারতীয় ফুটবলে পরীক্ষিত, তাদেরই পাল্লা ভারী বলে মনে করছে ফুটবল (Football) মহল।
610
নাম উঠে আসছে অ্যালবার্ট রোকার (Albert Roca)
তিনি একটা সময় বেঙ্গালুরু এফসির কোচ ছিলেন। সবথেকে বড় বিষয়, সুপার কাপ এবং ফেডারেশন কাপ জয়ী একজন কোচ তিনি। ফলে, ভারতীয় ফুটবল সম্পর্কে বেশ ভালোই ধারণা রয়েছে তাঁর।
710
আরও একজনের নাম শোনা যাচ্ছে
বাংলাদেশের (Bangladesh) ফুটবল ক্লাব বসুন্ধরা কিংস দলের কোচ অস্কার ব্রুজন বারেরাসের (Oscar Bruzon Barreras) নামও উঠে আসছে লাল হলুদের কোচ হিসেবে।
810
সূত্রের খবর, কেরালা ব্লাস্টার্সের প্রাক্তন কোচও আছেন সেই তালিকায়
সিমন গ্রেসন (Simon Grayson) গত ২০২২-২৩ মরশুমে বেঙ্গালুরুকে কোচিং করিয়েছেন। তাছাড়া তাঁর অভিজ্ঞতাও নেহাৎ কম নয়। তার আগে তিনি লিডস ইউনাইটেড, সান্ডারল্যান্ড, ব্ল্যাকপুলের মতো ক্লাবেও কোচিং করিয়ে এসেছেন। সূত্র মারফৎ জানা যাচ্ছে, বেঙ্গালুরু এফসির আরেক প্রাক্রন কোচ সিমনের হাতেও যেতে পারে লাল হলুদের দায়িত্ব।