কোচের উপরেই আস্থা, সুপার কাপের আগে সন্দীপ নন্দী-বিতর্ক থামানোর উদ্যোগ ইস্টবেঙ্গলের

Published : Oct 22, 2025, 10:50 PM IST
Oscar

সংক্ষিপ্ত

Sandip Nandy: ইস্টবেঙ্গল দলের (East Bengal FC) গোলকিপার কোচের পদ থেকে সরে যাওয়ার পর ক্লাব ও ফুটবল দলের মধ্যে দ্বন্দ্ব ও দূরত্ব থাকার অভিযোগ করেছিলেন সন্দীপ নন্দী। সাংবাদিক বৈঠক করে সেই অভিযোগ খারিজ করে দিলেন লাল-হলুদ কর্তারা।

DID YOU KNOW ?
এআইএফএফ সুপার কাপ ২০২৫
এবার এআইএফএফ সুপার কাপ হতে চলেছে গোয়ায়। কলকাতার দুই প্রধান এই টুর্নামেন্টে খেলছে।

East Bengal Club: বিদায়ী গোলকিপার কোচ সন্দীপ নন্দীকে (Sandip Nandy) নিয়ে তৈরি হওয়া বিতর্কে ইন্ধন জোগানো নয়, বরং সুপার কাপের (AIFF Super Cup 2025) আগে ক্লাবের পুরুষ ফুটবল দলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁর (Óscar Bruzón Barreras) পাশে দাঁড়ালেন ইস্টবেঙ্গল কর্তারা। বুধবার নিজেদের ক্লাব তাঁবুতে সাংবাদিক বৈঠকে লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার স্পষ্ট বললেন, 'আগেও বলেছি, এখনও বলছি। কোচের উপরে আমাদের আস্থা ছিল। আস্থা আছে, আস্থা থাকবে। অস্কারের হাতেই টিম। তিনি যা করবেন সেটাই ফাইনাল। আমরা বিশ্বাস রাখি, অস্কার আমাদের সাফল্য এনে দিতে পারবেন।' এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ময়দানে প্রচার শুরু হয়েছিল, ইস্টবেঙ্গল ক্লাব ও ফুটবল দল আলাদা। দুই শিবিরের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। সন্দীপ সেই দাবিই করেছিলেন। কিন্তু ইস্টবেঙ্গল কর্তারা সেই দাবি নস্যাৎ করে দিলেন। তাঁরা বুঝিয়ে দিলেন, সুপার কাপের আগে সবাই ঐক্যবদ্ধ।

শনিবার শুরু সুপার কাপ

শনিবার সুপার কাপে নিজেদের প্রথমে ম্যাচে ডেম্পো স্পোর্টস ক্লাবের (Dempo Sports Club) মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। একসময় ভারতীয় ফুটবলে অন্যতম সেরা দল ছিল ডেম্পো। ইস্টবেঙ্গলের সঙ্গে ডেম্পোর টক্কর অত্যন্ত আকর্ষণীয় ছিল। তবে গত এক দশকে ভারতীয় ফুটবলের মূল স্রোত থেকে সরে গিয়েছে ডেম্পো। তবে এবার সুপার কাপে ফের ইস্টবেঙ্গল-ডেম্পো লড়াই হতে চলেছে। ইস্টবেঙ্গল ও ডেম্পোর সঙ্গে একই গ্রুপে আছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। একসময় ইস্টবেঙ্গলের মতোই মোহনবাগানের সঙ্গেও ডেম্পোর লড়াই ঘিরে তেতে উঠত গোয়া (Goa)। দীর্ঘদিন পর গোয়ায় ডেম্পোর সঙ্গে সবুজ-মেরুন ব্রিগেডের লড়াই দেখা যাবে।

ইস্টবেঙ্গলের নতুন গোলকিপার কোচ কে?

সন্দীপের পরিবর্তে এখনও গোলকিপার কোচ হিসেবে কারও নাম ঘোষণা করেনি ইস্টবেঙ্গল। সুপার কাপের পর নতুন কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে। তবে আপাতত এ বিষয়ে তাড়াহুড়ো করতে চাইছে না লাল-হলুদ শিবির। অস্কারের পছন্দের কাউকেই দায়িত্ব দেওয়া হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৫
২৫ অক্টোবর শুরু হতে চলেছে সুপার কাপ ২০২৫।
২৫ অক্টোবর শুরু হচ্ছে এআইএফএফ সুপার কাপ ২০২৫। প্রথম দিনই খেলতে নামছে ইস্টবেঙ্গল।
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?
এআইএফএফ সুপার কাপ ২০২৫: পাঞ্জাব এফসি-কে ৩-১ উড়িয়ে ফাইনালে ইস্টবেঙ্গল