জয় দিয়ে অলিম্পিক যাত্রা শুরু করল ভারতীয় হকি দল। প্রথম ম্যাচে ৩-২ গোলে নিউজিল্যান্ডকে হারাল মনপ্রীত সিংয়ের দল। ম্যাচে জোড়া গোল করলেন হরমনপ্রীত সিং।
টোকিও অলিম্পিক্সে ভারতীয় দলকে পদক জয়ের অন্যতম দাবিদার মনে করা হচ্ছে। সাম্প্রতিক ফর্মের বিচারে আত্মবিশ্বাসও তুঙ্গে ছিল ভারতীয় দলের। সেই প্রতিফলই দেখা অলিম্পিকের প্রথম ম্য়াচে। প্রতিযোগিতার শুরুটাও জয় দিয়ে করল ভারতীয় হকি দল। পুল-এ'র প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ৩-২ গোলে জয় পেলে ভারতীয় দল। কিউদের বিরুদ্ধে ভারতের হকি দলের জয়ে জোড়া গোল করে ম্যাচের নায়ক হরমনপ্রীত সিং।
এদিন ম্যাচের শুরুতেই গোল হজম করতে হয়েছিল ভারতীয় হকি দলকে। ম্যাচের ৬ মিনিটেই পেনাল্টি কর্ণার পায় নিউজিল্যান্ড। সেখান থেকে গোল করতে ভুল করেনি কিউইরা। কেন রাসেলের গোলে ১-০ গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। গোল খাওয়ার পরই আক্রমণের গতি বাড়ায় ভারত। যার ফলস্বরূপ গোল শোধ করতে বেশি সময় লাগেনি মেন ইন ব্লুজদের। ম্যাচের ১০ মিনিটেই ভারতের হয়ে গোল শোধ করে দেন রুপিন্দর পাল সিং। ১-১ গোলে সমতায় ফেরে ম্যাচ।
এরপর দুই দলই বেশ কিছু আক্রমণ করলেও গোলের মুখ খোলেনি। দ্বিতীয় কোয়ার্টারের ২৬ মিনিটে গোল করে ভারতকে ২-১ ব্যবধানে এগিয়ে গিলেন হরমনপ্রীত সিং। তৃতীয় কোয়ার্টারে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন হরমনপ্রীত। তৃতীয় কোয়ার্টারে ৩৩ মিনিটে গোল করেন তিনি। শেষ মুহূর্ত ব্যবধান কমিয়ে উত্তেজনা বাড়িয়েছিল কিউইরা। ৪৩ মিনিটের মাথায় স্টিফেন জেনেস গোল করে নিউজিল্যান্ডের ব্যবধান কমিয়ে ২-৩ করেন। যদিও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে ম্যাচ জেতে ভারতীয় দল।