প্রথমবার গল্ফে পদক জয়ের সুযোগ, ইতিহাসের তৈরির হাতছানি অদিতি অশোকের

টোকিও অলিম্পিকে গল্ফের পদক জয়ের সুযোগ অদিতি অশোকের। তৃতীয় রাউন্ডের শেষে দ্বিতীয় স্থানে রয়েছেন অদিতি। শেষ রাউন্ডে ভালো পারফর্ম করতে পারলেই পদক নিশ্চিৎ।
 

অলিম্পিকের ইতিহাসে যেসকল ইভেন্টে এখনও কোনও পদক পায়নি ভারত, তারমধ্যেই অন্যতম হল গল্ফ।  এবার আর একটা রাউন্ড সবকিছু ঠিকঠাক থাকলে গল্ফে পদক জয়ের স্বপ্ন পূরণ করতে পারে ভারত। সৌজন্যে ভারতের তরুণী মহিলা গল্ফার অদিতি অশোক। টোকিও অলিম্পিক্সে  গল্ফে মেয়েদের ব্যক্তিগত স্ট্রোক প্লে ইভেন্টের তৃতীয় রাউন্ডের শেষে ২নম্বরে রয়েছেন অদিতি অশোক। শেষ রাউন্ডে নিজের জায়গা ধরে রাখতে পারলেও ইতিহাস তৈরি করবেন অদিতি।

 

Latest Videos

 

অদিতি অশোক প্রতিযোগিতার প্রথম থেকেই দারুণ ফর্মে রয়েছেন। প্রথম রাউন্ডে ফোর আন্ডার ৬৭ স্কোর করে নেলি কর্ডার সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে ছিলেন। দ্বিতীয় রাউন্ডে ফাইভ আন্ডার ৬৬ স্কোর করে সার্বিকভাবে দ্বিতীয় স্থান ধরে রাখেন তিনি। তৃতীয় রাউন্ডে অদিতির স্কোর থ্রি আন্ডার ৬৮। সার্বিকভাবে তিন রাউন্ডের শেষে অদিতির স্কোর টুয়েলভ আন্ডার পার ২০১।  প্রথম দু'রাউন্ডের শেষে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে ছিলেন ভারতীয় তারকা। তৃতীয় রাউন্ডের শেষে এককভাবে দ্বিতীয় স্থান ধরে রাখলেন অদিতি। 

 

আরও পড়ুনঃধ্য়ান চাঁদ-কে নাগরিকত্ব দিতে চেয়েছিলেন হিটলার - কেন তাঁকে বলা হত হকির উইজার্ড, দেখুন

আরও পড়ুনঃবার্সেলোনায় ২১ বছরে মেসির ২১ রেকর্ড, যা অবাক করবে আপনাকে

আরও পড়ুনঃফুটবল বিশ্বে এক যুগের অবসান, বার্সেলোনা নয় আগামি মরসুমে নতুন ক্লাবে খেলবেন মেসি

একই ইভেন্টে অপর গল্ফার  দীক্ষা ডাগর আশানরূপ পারফরমেন্স করতে পারেনি। তৃতীয় রাউন্ডের শেষে ৫১ নম্বর স্থানে রয়েছেন দীক্ষা। ফলে তাকে নিয়ে কোনও আশ নেই। অদিতি অশোকের সামনে পদর জয়ের সূবর্ণ সুযোগ। শেষ রাউন্ডে নিজের ফর্ম ধরে রাখতে পারলেই ভারতের ঝুলিতে আরও একটি পদক নিশ্চিত। নিজের মনসংযোগ ও ফর্ম ধরে রাখার বিষয়ে ঐআত্মবিশ্বসী অদিতি অশোক। তার কাছে থেকে প্রথমবার অলিম্পিকের মঞ্চে গল্ফে পদক জয়ের আশা করছে দেশবাসী। 


Share this article
click me!

Latest Videos

Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News