Indian Hockey Team - অবসর গ্রহে দুই অলিম্পিক পদকজয়ী, সঙ্গে সঙ্গে পেলেন মোদীর চিঠি

অবসর নিলেন ভারতীয় জাতীয় হকি দলের (Indian Hockey Team) খেলোয়াড় রুপিন্দর পাল সিং (Rupinder Pal Singh) এবং বীরেন্দ্র লাকড়া ( Birendra Lakra)। তাঁদের চিঠিতে কী লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)?

ভারতীয় জাতীয় হকি দলের (Indian Hockey Team) দুই অন্যতম সেরা খেলোয়াড় রুপিন্দর পাল সিং (Rupinder Pal Singh) এবং বীরেন্দ্র লাকড়া ( Birendra Lakra) একইসঙ্গে অবসর নিয়েছেন। দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় তাঁরা জানিয়েছিলেন আর আন্তর্জাতিক স্তরে হকি খেলতে চান না। তারপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) কাছ থেকে চিঠি পেলেন তাঁরা। দুজনেই টোকিও অলিম্পিক্স ২০২০-তে (Tokyo Olympics 2020) সোনা জিতেছিলেন। 

রুপিন্দর পাল সিং তার টুইটারে লিখেছেন, 'আমি এই টুইটের মাধ্যমে অবসরের কথা ঘোষণা করতে চাই। আমার জীবনে গত কয়েকটা মাস, খুব ভাল কেটেছে। টোকিওতে সতীর্থদের সঙ্গে পদকমঞ্চে দাঁড়ানোটা ছিল আমার জীবনের সুন্দরতম মুহূর্ত, যা আমি কখনই ভুলব না। কিন্তু এখন আমি চাই আরও তরুণ এবং প্রতিভাবান খেলোয়াড়রা এগিয়ে আসুক এবং হকি খেলুক। যাতে গত ১৩ বছর ভারতের প্রতিনিধিত্ব করে আমি যা অনুভব করেছি, তারাও তা অনুভব করতে পারে।' ১৩ বছরের কেরিয়ারে রূপিন্দর সিং পাল ভারতের হয়ে ২২৩টি আন্তর্জাতিক হকি ম্যাচ খেলেছেন।

Latest Videos

"

রুপিন্দর পাল সিংয়ের অবসর নেওয়ার খবর পেয়ে, তাঁকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়াতে মোদীর লেখা সেই চিঠিটি শেয়ার করেছেন রূপিন্দর। মোদী লিখেছেন, 'আমি আপনার পোস্টটি পড়েছি যেখানে আপনি ভারতীয় হকি দল থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছেন। ভারতীয় হকির জন্য আপনার অবদানের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনার পোস্টে আপনি লিখেছেন, কীভাবে আপনি হকি জগতের সেরাদের সঙ্গে খেলার দুর্দান্ত স্মৃতি নিয়ে যাচ্ছেন। আমি বলতে চাই ভারতের মানুষের কাছে মাঠে আপনার জাদুই দুর্দান্ত স্মৃতি হয়ে থাকবে। আপনি ভারতীয় হকি দলের শক্তির উৎস। ২০১০ সাল থেকে ভারতের জেতা প্রতিটি বড় টুর্নামেন্টের অংশ, তা পুরুষদের এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ হোক, কি, পুরুষদের হকি এশিয়া কাপ, কমনওয়েলথ গেমস, হকি ওয়ার্ল্ড লিগ ফাইনাল এবং আরও অনেক টুর্নামেন্ট। টোকিও অলিম্পিকে দলের ঐতিহাসিক সাফল্যের পিছনে আপনার পারফরম্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ভবিষ্যতে আরও আকর্ষণীয় জীবন আপনার জন্য অপেক্ষা করছে। কিন্তু আমি আশা করি হকির সঙ্গে আপনার সম্পর্ক ততটাই গভীর থাকবে, যতটা আপনি চাইবেন।'

আরও পড়ুন - T20 World Cup - একই দলে খেলছেন ভারতীয় এবং পাকিস্তানি ক্রিকেটার, অবাক করল এশিয়ার এই দেশ

আরও পড়ুন - T20 World Cup - কোহলিকে আউটই করতে পারেনি পাকিস্তান, জেনে নিন ভারত-পাক ম্যাচের ৮ আকর্ষণীয় তথ্য

আরও পড়ুন - T20 World Cup 2021 - ১০ বছর ধরে যৌন হেনস্থা, বাবর আজমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর, দেখুন

Overwhelmed to receive this letter from our Hon'ble PM @narendramodi ji. His constant support to athletes has motivated us to do our best at Tokyo2020. Sir, I am inspired by your passion for sport and pledge to continue my contribution to Indian sports. @PMOIndia @ianuragthakur pic.twitter.com/ZtPI7WRlv4

এদিন অবসর নিয়েছেন ভারতীয় হকি দলের ভাইস ক্যাপ্টেন বীরেন্দ্র লাকরাও। তিনিও সোশ্যাল মিডিয়াতেই তাঁর সরে যাওয়ার খবর দিয়েছেন। ২০১০ সালে ভারতের জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক হকিতে অভিষেক হয়েছিল ডিফেন্ডার বীরেন্দ্র লাকরার। কিন্তু চোটের কারণে তিনি রিও অলিম্পিকে খেলতে পারেননি। কেরিয়ারে ২০১টি ম্যাচ খেলেছেন তিনি।

তাঁকেও আলাদা করে ধন্যবাদ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বীরেন্দ্র লাকড়াকে লেখা চিঠিতে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, 'ভারতীয় হকিতে আপনার অবিশ্বাস্য অবদানের জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাতে আমি এই চিঠি লিখছি। আপনি ভারতীয় হকির একটি উল্লেখযোগ্য দশকের এক গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। আপনি সেরা হকি খেলোয়াড় হিসেবে ওড়িশার গৌরবময় ঐতিহ্যকে ধরে রেখেছেন। আপনি এমন সময়ে হকি খেলা শুরু করেছিলেন যখন কোন ভারতীয় কল্পনাও করতে পারেনি যে আমাদের দেশ ভবিষ্যতে অলিম্পিক পদক জিতবে। তবে অবস্থা দ্রুত পরিবর্তিত হয়েছে এবং এই ইতিবাচক পরিবর্তনের কৃতিত্ব আপনার মতো খেলোয়াড়ের, যিনি ভারতীয় হকিতে বিশ্বাস রেখেছিলেন এবং নতুন করে কিছু করার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন। আমি নিশ্চিত যে আপনি এই খেলার সঙ্গে যুক্ত থাকবেন এবং আগামী প্রজন্মের খেলোয়াড়দের উৎসাহিত করবেন।'

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari