অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে জয় ভারতীয় মহিলা হকি দলের। অস্ট্রেলিয়াকে হারাল ১-০ গোলে। প্রথমবার সেমিতে পৌছে ইতিহাস গড়ল রানি রামপালের দল।
অলিম্পিকে ইতিহাস মহিলা হকি দল। প্রথমবার অলিম্পিকের ইতিহাসে সেমিফাইনালে পৌথল ভারতীয় মহিলা হকি দল। কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস ম্য়াচে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারাল রানি রামপালের দল। ম্যাচে ভারতের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন গুরজিত কউর। ম্য়াচের ২২ মিনিটের মাথায় পেনাল্টি কর্ণার পায় ভারত। গুরজিত কউর গোল করে ১-০ এগিয়ে দেন দলকে। এরপর গোটা ম্যাচে একাধিক চেষ্টা করলেও সমতা ফেরাতে পারেনি অসিরা।
এদিন ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাস দেখাচ্ছিল রানি রামপালের দলকে। রক্ষণকে মজবুত রেখে অসি দুর্গে বারবার হানা দিতে থাকে ভারতীয় দল। প্রথম কোয়ার্টারেই এক গোলে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু অধিনায়ক রানি রামপালের শট পোস্টে লেগে ফিরে আসে। তবে প্রথম গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ভারতীয় দলকে। ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারের ২২ মিনিটেই পেনাল্টি কর্ণার থেকে গোল করেন গুরজিত কউর। গোল হজম করার মরিয়া হয়ে আক্রমণে যায় অসি বাহিনী। দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে একাধিক আক্রমণ করলেও ভারতীয় দলের জমাটি রক্ষণ ভাঙতে সমর্থ হয়নি ক্যাঙারি ব্রিগেড।
আরও পড়ুনঃTokyo Olympics 2020 - সিন্ধুর নয়া ইতিহাস, ভারতকে এনে দিলেন তৃতীয় পদক
আরও পড়ুনঃTokyo Olympic 2020- ভারতের সোনার মেয়ে পিভি সিন্ধুর অন্য ছবি, মন কেড়ে নেবে আপনারও
চতুর্থ ও শেষ কোয়ার্টারে ম্যাচে সমতায় ফেরার জন্য আক্রমণে ঝড় তোলে অস্ট্রেলিয়া। বিচক্ষণতার সঙ্গে নিজেদের দুর্গ অক্ষত রাখেন রানি রামপালরা। বিশেষ করে সবিতা দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়ায় অস্ট্রেলিয়ার সামনে। ম্যাচের শেষ ১০ মিনিটে ৪টি পেনাল্টি কর্ণার পায় অসিরা। কিন্তু সবিতাকে ভেদ করতে পারেনি অসিরা। শেষ পর্যন্ত ১-০ গোলে ম্যাচ জিতে ইতিহাস রচনা করল ভারতীয় মহিলা দল। শুভেচ্ছার বন্যায় ভাসছেন রা রামপাল। গ্রুপের প্রথম তিনটি ম্যাচ হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল ভারতীয় মহিলা দলের। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে যেভাবে সেমিতে পৌছল ভারতের মেয়েরা , তা সত্যিই কুর্নিশ যোগ্য।