BWF World Championship: ইতিহাসের হাতছানি শ্রীকান্তের সামনে, ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট লক্ষ্য

বিডব্লুউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের (BWF World Championship) ফাইনালে ভারতীয় শাটলার কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikanth)। সেমি ফাইনালে হারালেন লক্ষ্য সেনকে (Lakshya Sen)। আজ সোনা জয় করে ইতিহাস তৈরির হাতছানি শ্রীকান্তের।
 

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে (World Badminton Championship) ইতিহাস সৃষ্টি করেছেন ভারতীয় শাটলার শ্রীকান্ত কিদাম্বি (Kidambi Srikanth)।  পুরুষদের সিঙ্গলসে প্রথম ভারতীয় হিসেবে ফাইনালে উঠেছেন শ্রীকান্ত। সেমি ফাইনালে অপর ভারতীয় লক্ষ্য সেনকে (Lakshya Sen)হারান  কিদাম্বি। রুদ্ধশ্বাস ম্যাচে  ১৭-২১, ২১-১৪, ২১-১৭ লক্ষ্য সেনের বিরুদ্ধে জয় পান শ্রীকান্ত। রবিবার বিডব্লুউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের (BWF World Championship) ফাইনালে জিতে আরও এক ইতিহাস সৃষ্টি করার হাতছানি ভারতীয় শাটলারের কাছে। ফাইনালে ওঠার আনন্দ থাকলেও এখনই তাতে ভাসতে নারাজ ভারতীয় তারকা শাটলার। নিজের লক্ষ্যে অবিচল কিদাম্বি শ্রীকান্ত। রূপো নিশ্চিৎ হলেও, সোনা জয়ের লক্ষ্যে অবচিল  তিনি।

 

Latest Videos

 

সেমি ফাইনালে কিন্তু অভিজ্ঞ শ্রীকান্তের বিরুদ্ধে শুরুটা যথেষ্ট ভালো করেছিলেন বঙ্গসন্তান লক্ষ্য সেন। যথেষ্ট চাপের মধ্যেই ফেলে দিয়েছিলেন শ্রীকান্তকে। প্রথম গেমে  শ্রীকান্তের বিরুদ্ধে জয়ও ছিনিয়ে নেন লক্ষ্য। একটা সময় পর্যন্ত প্রথম গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই ভারতীয় শাটলারের মধ্যে। কিন্তু শেষ পর্যন্তপ্রথম গেম ২১-১৭ পয়েন্টে জেতেন লক্ষ্য। কিন্তু দ্বিতীয় গেম থেকেই ঘুরে দাঁড়ান শ্রীকান্ত। এই গেমেও একসময় এগিয়ে গিয়েছিলেন লক্ষ্য। বিরতিতে যাওয়ার আগে ১১-৮ পয়েন্টে এগিয়ে ছিলেন লক্ষ্য। কিন্তু তারপর নিজের লিড ধরে রাখতে ব্যর্থ হন বঙ্গসন্তান। ম্যাচে কামব্যাক করে একের পর এক পয়েন্ট তুলে নেন কাদম্বি শ্রীকান্ত। শেষ পর্যন্ত ২১-১৪ ব্যবধানে দ্বিতীয় গেম জেতেন কাদম্বি। দ্বিতীয় গেম জয়ের ফলে নিজের পুরোপুরি চেনা ছন্দে ফেরেন ভারতীয় তারতা শাটলার।

 

 

দ্বিতীয় গেমের পর কিছুটা ক্লান্ত দেখায় লক্ষ্য সেনকে। একইসঙ্গে  নিজের দাপট দেখাতে থাকেন কিদাম্বি শ্রীকান্ত। তবে ক্লান্ত হলেও বারবার ম্যাচে ফিরে শ্রীকান্তকে কঠিন চ্যালেঞ্জ দেন লক্ষ্য। ২-৪ গেম পিছিয়ে থাকার পর ৫-৪, ৭-৬ এবং ১১-৮ পয়েন্টে লিড নেন লক্ষ্য। শ্রীকান্ত এরপর জোড়া পয়েন্ট জিতে ব্যবধান কমিয়ে ১০-১১ করে ফেলেন। তারপর লক্ষ্য জোড়া পয়েন্ট জিতে ১৩-১০ করেন। লড়াই ক্রমশ জমে ওঠে। শ্রীকান্ত ১৩-১৩ করে ফেলেন। সেখান থেকে ১৫-১৫ হয়।  কিন্তু তারপরই শ্রীকান্তের অভিজ্ঞতার কাছে হার মানতে হয় লক্ষ্যকে। ম্যাচের শেষের দিকে কিদাম্বি শ্রীকান্তের কাছে একেবারেই দাঁড়াতে পারেনি লক্ষ্য। শেষ পর্যন্ত ২১-১৭ ব্যবধানে তৃতীয় গেম জিতে ফাইনালে ওঠেন শ্রীকান্ত। ও রূপো জয় নিশ্চিৎ করেন। আর দুরন্ত লড়াই করেও শেষ পর্যন্ত ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল লক্ষ্য সেনকে। তবে ফািনালে ভারতীয় শাটলারের জয় দেখার অপেক্ষায় ভারতীয় ক্রীড়া প্রেমিরা।  

Share this article
click me!

Latest Videos

Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর
২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
তুমুল প্রতিবাদ! চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল Bangladesh | ISKCON
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari