
নিজের লক্ষ্যে অবিচল থেকে ফের একবার অঘটন ঘটালেন ভারতীয় তারকা শাটলার লক্ষ্য সেন (Lakshya Sen)। অপ্রতিরোধ্য মেজাজে খেলে জার্মান ওপেনের (German Open) ফাইনালে উঠলেন তিনি। আর বিশ্বের ১২ নম্বর শাটলার সেমি ফাইনালে হারালেন অলিম্পিক্স চ্যাম্পিয়ন ও বর্তমানে বিশ্বের পয়লা নম্বর ডেনমার্কের (Denmark)ভিক্টর অ্যাক্সেলসেনকে (Victor Axelsen)। নাম্বার ওয়ান ব্য়াডমিন্টন তারকাকে (Number One Badmiton Star) তিন গেমে লড়াইয়ে ২-১ ব্যবধানে হারিয়ে দেন লক্ষ্য সেন। ফলে এই জয়কে অসাধারণ বললেও কম বলা হবে। এর আগে চারবার ভিক্টর অ্যাক্সেলসেনের মুখোমুখি হয়েছিলেন লক্ষ্য সেন। কিন্তু কোনও বারই জয়ের মুখ দেখেননি তিনি। অবশেষে জার্মান ওপেনের সেমি ফাইনালে বিশ্বের পয়লা নাম্বার টেনিস তারকাকে হারানোর স্বপ্ন পূরণ হল ব্যাডমিন্টনে ভারতের তরুণ তারকার।
সেমি ফাইনালে (Semi Final)খেলার ফল ২১-১৪, ১২-২১, ২২-২০। ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম থেকেই অনেকটা এগিয়েছিলেন লক্ষ্য সেন। প্রথম গেমে লক্ষ্যের সামনে দাঁড়াতেই পারেননি ভিক্টর অ্যাক্সেলসেন। লক্ষ্যের গতির সামনে কোনও এদিন একেবারেই লড়াই দিতে পারেননি ডেনমার্কের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন (Former World Champion)। ম্যাচের শুরুতেই লক্ষ্য ১১-৭ ফলে এগিয়ে গিয়েছিল। এখান থেকে প্রথম গেমে আর কামব্যাক করতে পারেননি ভিক্টর অ্যাক্সেলসেন। দু-একবার ম্যাচে ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পারেননি। ২১-১৪ ব্যবধানে প্রথম গেম জিতে নেন লক্ষ্য সেন। প্রথম গেমে একতরফাভাবে অলিম্পিক্স চ্যাম্পিয়ন (Olympic Champion) ভিক্টর অ্যাক্সেলসেনকে হারিয়ে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায় ভারতীয় তারকা শাটলারের।
দ্বিতীয় গেমে ম্যাচে ফেরেন ডেনমার্কের প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন। যদিও দ্বিতীয় গেমের শুরুতে লক্ষ্য ৮-৩ পয়েন্টে এগিয়ে যান। কিন্তু নিজের উচ্চতাকে কাজে লাগিয়ে টানা পাঁচ পয়েন্ট জিতে নিয়ে ৮-৮ করেন অ্যাক্সেলসেন। সেখান থেকে দ্বিতীয় গেমের রাশ পুরোপুরি নিজের হাতে নিয়ে নেন ভিক্টর অ্যাক্সেলসেন। দ্বিতীয় গেম ১২-২১ জিতে ম্যাচে সমতা ফেরান অ্যাক্সেলসেন। তৃতীয় গেমে একটা সময় লক্ষ্য ১৯-১৫ ফলে পিছিয়ে পড়েন। সকলেই ধরে নিয়েছিল ভিক্টর অ্যাক্সেলসেনের ফাইনালে যাওয়া সময়ের অপেক্ষা। সেখান থেকেই ম্যাচে অবিশ্বাস্যভাবে লড়াইতে ফেরেন লক্ষ্য। ব্যবধান কমিয়ে ১৫-১৭ এবং সেখান থেকে ১৭-১৯ করেন। তার পর ১৯-১৯, ২০-২০ স্কোর হয়। তারপর সেষ ২ পয়েন্ট নিজের নামে করে রুদ্ধশ্বাস ম্যাচ জেতেন লক্ষ্য সেন। রবিবার ফাইনালে লক্ষ্যের প্রতিপক্ষ তাইল্যান্ডের কুনলাভাত ভিতিদসার্ন।