২৫মি এয়ার রাইফেলেও ব্যর্থতা, অলিম্পিক থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে মনু ভাকেরকে

টোকিও অলিম্পিকে শুটিংয়ে ফের ব্যর্থতা। ২৫ মিটার এয়ার পিস্তলের ফাইনালে পৌছতে ব্যর্থ হলেন মনু ভাকের ও রাহি স্বর্ণাবত। মন শেষ করলেন ১৫ নম্বর স্থানে।

Sudip Paul | Published : Jul 30, 2021 5:42 AM IST

ফের আশা জাগিয়েও নিরাশ করলেন ভারতীয় শুটার মনু ভাকের। এর আগে ১০ মিটার এয়ার পিস্তলে নিরাশ করেছিলেন তিনি। বিশেষ করে মিক্সড ইভেন্টে সৌরভ চৌধরির সঙ্গে একটু ভালো পারফর্ম করতে পারলেই পদক জয় হওয়ার সম্ভাবনা ছিল। সেখানেও ধারাবাহিকতা দেখাতে পারেননি তিনি। যেই কারণে সমালোচনা মুখেও পড়তে হয়েছিল ভারতীয় শুটারকে। এবার ২৫ মিটার এয়ার পিস্তল থেকেও খালি হাতে ফিরতে হল মনু ভাকেরকে।

 

আরও পড়ুনঃবক্সিংয়ে সেমি ফাইনালে লভলিনা, নিশ্চিৎ করলেন ব্রোঞ্জ পদক জয়

২৫ মিটার এয়ার পিস্তল দুদিনের ইভেন্ট। বৃহস্পতিবার প্রথম দিনে কোয়ালিফিকেশনের প্রেসিশন পর্ব শেষে ৫ নম্বরে শেষ করেছিলেন ১৯ বছরের বারতীয় শুটার। অপরদিকে আরেক শুটার রাহি স্বর্ণাবত শেষ করেছিলেন ২৫ নম্বরে। শুক্রবার কোয়ালিফিকেশনের ব়্যাপিড পর্বে দুই ভারতীয় শুটার ভালো পারফর্ম করতে পারলেই মিলত ফাইনালে খেলার সুযোগ। কিন্তু দ্বিতীয় রাউন্ডে ১৫ নম্বর স্থানে শেষ করেন মনু ভাকের। তাঁর স্কোর ৫৮২। ছিটকে গিয়েছেন রাহি স্বর্ণাবতও। 

 

আরও পড়ুনঃরুদ্ধশ্বাস শুটঅফে ম্যাচ জিতে শেষ আটে দীপিকা কুমারি, এবার সামনে কোরিয়ার আন সান

আরও পড়ুনঃবক্সিং কোয়ার্টার ফাইনালে সতীশ কুমার, আর একটি বাউট জিতেলেই পদক নিশ্চিৎ

টোকিও অলিম্পিক শুরুর আগে ভারতীয় শুটিং দলকে অন্য়ান্যবারের থেকে অনেক বেশি শক্তিশালী বলা হয়েছিল। পদক জয়ের অন্যতম দাবিদার মনে করা হয়েছিল তাদের। কিন্তু একের পর এক বিভাগে শুটারদের ব্যর্থতা হতাশ করেছি দেশবাসীকে।

Share this article
click me!