বক্সিংয়ে সেমি ফাইনালে লভলিনা, নিশ্চিৎ করলেন ব্রোঞ্জ পদক জয়

টোকিও অলিম্পিকে ভারতের দ্বিতীয় পদক নিশ্চিৎ। বক্সিংয়ে সেমি ফাইমালে উঠলেন লভলিনা বরোগহাঁই। হারালেন চাইনিজ তাইপের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার নিয়েন-চিন চেনকে। 
 

Sudip Paul | Published : Jul 30, 2021 4:05 AM IST / Updated: Jul 30 2021, 10:42 AM IST

মেরি কমের অলিম্পিক থেকে বিদায়ে হৃদয় ভেঙেছে দেশবাসীর। প্রি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়ে হতাশ করেছেন বক্সার সিমরনজিৎ কৌরও। তবে স্বপ্ন পূরণ করলেন লভলিনা বরগোহাঁই। অবশেষে টোকিও অলিম্পিকে ভারতের দ্বিতীয় পদক নিশ্চিৎ করলেন এই মহিলা বক্সার। প্রি কোয়ার্টার ফাইনালে জিতেই পদক জয়ের আশা বাড়িয়েছিলেন তিনি। এবার কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দিয়ে সেমি ফাইনালে উঠলেন তিনি। একইসঙ্গে নিশ্চিৎ করলেন ব্রোঞ্জ জয়।

 

আরও পড়ুনঃরুদ্ধশ্বাস শুটঅফে ম্যাচ জিতে শেষ আটে দীপিকা কুমারি, এবার সামনে কোরিয়ার আন সান

মেয়েদের বক্সিংয়ের ওয়েল্টারওয়েট (৬৪-৬৯ কেজি) ইভেন্টে প্রতিনিধিত্ব করছেন লভলিনা বরগোহাঁই। প্রথম থেকেই তাকে ঘিরে পদক জয়ের স্বপ্ন দেখেছিল দেশাবাসী। কোয়ার্টার ফাইনালে তার লড়াই ছিল  চাইনিজ তাইপের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার নিয়েন-চিন চেনের বিরুদ্ধে। প্রি কোয়ার্টার ফাইনালের দুরন্ত স্ট্র্যাটেজিতে খেলে সকলের প্রশংসা কুড়িয়েছিলেন লভলিনা। কোয়ার্টার ফাইনালেও তিনি মাচচ দিলেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নকে। ৪-১ ব্যবধানে তিপক্ষকে উড়িয়ে দিয়ে ব্রোঞ্জ নিশ্চিৎ করলেন লভলিনা বরগোহাঁই। 

 

 

 

আরও পড়ুনঃকন্ডোম না থাকলে জেতাই হত না অলিম্পিক সোনা, অজি ক্রীড়াবিদের ভিডিও ভাইরাল

আরও পড়ুনঃব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বদেশিয়ানার কড়া থাপ্পর, মোহনবাগান দিবসে ফিরে দেখা ঐতিহাসিক শিল্ড জয়

লভলিনার সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। দেশের দ্বিতীয় পদক নিশ্চিৎ করায় শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তিনি। তবে শুধু ব্রোঞ্জ নয়, লভলিনার কাছ থেকে বাড়ছে সোনা জয়ের প্রত্যাশাও। সেমি ফাইনাল জিততে পারলেই সোনা বা রূপো জয় নিশ্চিৎ হয়ে যাবে লভলিনার। আত্মবিশ্বাসী ভারতীয় বক্সারও।

Share this article
click me!