Republic Day 2022: নীরজের মুকুটে নয়া পালক, প্রজাতন্ত্র দিবসে বিশেষ সম্মান পাচ্ছে অলিম্পিকে সোনা জয়ী

অলিম্পিকে (Olympics) সোনা জিতে দেশের নাম উজ্জ্বল করেছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। তারপর থেকে একাধিক সম্মান পেয়েছেন তিনি। এবার প্রজাতন্ত্র দিবসেও (Republic Day 2022) বিশেষ পুরষ্কার পাচ্ছেন নীরজ চোপড়া। 

গত বছর টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) জ্যাভেলিন থ্রোয়ে (Javelin Throw) সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। স্বাধীনতার পর ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অলিম্পিকের মঞ্চে ভারতের প্রথম সোনা জিতেছিলেন নীরজ। দেশবাসীর  স্বপ্ন  পূরণ করেছিলেন তিনি। রাতারাতি ১৩০ কোটি দেশবাসীর হিরো হয়ে উঠেছিলেন নীরজ চোপড়া। সোনা জিতে দেশে ফেরার পর থেকেই শুভেচ্ছা, সংবর্ধনা, পুরষ্কারের বন্যায় ভেসেছেন 'সোনার ছেলে'। ২০২১ সালে ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে লাল কেল্লায় টোকিও অলিম্পিকে পদক জয়ীদের সম্বর্ধনা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। নীরজের নামে দিন ঘোষণার পাশাপাশি সোনা জয়ীর নামে নামকরণ করা হয়ে সেনা স্টেডিয়ামের। নীরজ চোপড়ার সমর্থকদের খুশি করতে সোনা জয়ীর মার্চেন্ডাইজ এনেছে এএফআই। নীরজ চোপড়াকে সম্মান জানিয়ে তার নামে 'সোনার' পোস্ট বক্স বসিয়েছে ভারতীয় ডাক বিভাগ (India Post Office)। এবার দেশের প্রজাতন্ত্র দিবসের (Republic Day 2022) দিন আরও বিশেষ সম্মান পেতে চলেছেন নীরজ চোপড়া।

৭৩ তম প্রজাতন্ত্র দিবসের ( 73rd Republic Day) সন্ধায় টোকিও অলিম্পিকে সোনা জয়ী নীরজ চোপড়া সম্মানিত হচ্ছেন পরম বিশিষ্ট সেবা পদকে (Param Vishisht Seva Medal)। রাষ্ট্রপপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kovind)নীরজের হাতে তুলে দেবেন এই সম্মান। অসামান্য সেরার স্বীকৃতি হিসাবে এই সামরিক পুরস্কার পাবেন দেশের প্রথম এবং একমাত্র অলিম্পিক্স সোনা জয়ী ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট। প্রজাতন্ত্র দিবসের সন্ধায় রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে দেশের ৩৮৪ জন সেনা ব্য়ক্তিত্বর হাতে বিভিন্ন বিভাগের সামরিক পুরস্কার তুলে দেবেন। নীরজ শুধুই একজন অ্যাথলিট নন, তিনি ভারতীয় সেনার সুবেদার পদেও নিযুক্ত। অলিম্পিকে সোনা জয়ের পর ভারতীয় সেনার শীর্ষ পদাধিকারীরাও শুভেচ্ছা জানিয়েছিলেম। প্রজাতন্ত্র দিবসে এমন সম্মান পেয়ে গর্বিত নীরজ চোপড়া।  এছাড়া অন্যান্য যারা সম্মানিত হচ্ছে তাদের মধ্যে রয়েছে ১২টি শৌর্য চক্র, ২৯টি পরম বিশেষ সেবা পদক, চারটি উত্তম যুদ্ধ সেবা পদক, ৫৩টি অতি বিশেষ সেবা পদক, ১৩টি যুদ্ধ সেবা পদক, তিনটি বার বিশদে সেবা পদক, ২২টি বিশেষ সেবা পদক, তিনটি বার টু সেনা পদক (বীরত্ব), ৮১টি সেনা পদক (বীরত্ব), দুটি বায়ুসেনা পদক (বীরত্ব), ৪০টি সেনা পদক (কর্তব্যের প্রতি নিষ্ঠা), আটটি নওসেনা পদক,14টি বায়ু সেনা পদক (কর্তব্যের প্রতি নিষ্ঠা)।

Latest Videos

 

 

প্রসঙ্গত, টোকিও অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে প্রথম রাউন্ডে নীরজ জ্যাভলিন ছোড়েন ৮৭.০৩ মিটার। শীর্ষে থেকে প্রথম রাউন্ড শেষ করেন। দ্বিতীয় রাউন্ডে নিজেকে ছাপিয়ে গিয়ে নীরজ ছোড়েন ৮৭.৫৮ মিটার। দ্বিতীয় রাউন্ডের শেষেও শীর্ষস্থান ধরে রাখেন তিনি। কিন্তু তৃতীয় থ্রো ততটা ভালো হয়নি। ৭৬.৭৯ মিটার ছোড়েন নীরজ। তবে নীরজের দ্বিতীয় থ্রো কেউ টপকাতে না পারায় শীর্ষস্থান ধরে রাখেন নীরজ। চতুর্থ ও পঞচম প্রচেষ্টা ফাউল হয় নীরজে। কিন্তু সেরা তিনে থাকার দৌলতে পদক পঞ্চম থ্রোয়ের পরই নিশ্চিৎ করে ফেলেন নীরজ।  ষষ্ঠ তথা শেষ প্রচেষ্টায় ৮৪.২৪ মিটার ছোঁড়েন নীরজ। তবে বাকি কোনও প্রতিদ্বন্দ্বী নীরজের দ্বীতিয় থ্রোয়ের দূরত্ব টপকাতে না পারায় তাঁর সোনা জেতেন নীরজ চোপড়া।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia