মারা গেলেন আজম খান। পঁচানব্বই বছর বয়সে যখন তাঁর শরীরে করোনা ভাইরাস থাবা বসিয়েছিল, তখনই এমন আশঙ্কা করা হয়েছিল। শেষমেশ সেই আশঙ্কা সত্যিতে পরিণত হল। রবিবার লন্ডনে পাকিস্তানের কিংবদন্তি স্কোয়াশ খেলোয়াড় আজম খান কোরোনা ভাইরাসের সংক্রমণের ফলেই মারা গেলেন। তাঁর পুত্র ব্রিটিশ জুনিয়র চ্যাম্পিয়ন ওয়াসিল খান এ কথা জানিয়েছেন। তাঁর জানিয়েছেন, লন্ডনে তারা সকলে যখন আইসোলেশনে 8রয়েছেন, তখনই খবর আসায় বড়সর ধাক্কা খান তারা। ষাটের দশকে ব্রিটেনে পাকাপাকি ভাবে বাসা বাঁধেন আজম। পাকিস্তান স্কোয়াশে বিখ্যাত 'খান' বংশের একজন ছিলেন আজম। তাঁর বড়ভাই হাসিম খান প্রথম পাকিস্তানি হিসেবে ব্রিটিশ ওপেন জেতেন ১৯৫১ সালে। আজম ১৯৫৯ থেকে ১৯৬২ সাল পর্যন্ত পরপর চারবার ব্রিটিশ ওপেন জিতেছিলেন।
আরও পড়ুনঃঘরবন্দি অবস্থায় বুলেট কফি বানানো শেখালেন জন্টি রোডস, বললেন ঠান্ডা জলে স্নানের উপকারিতাও
সারা পৃথিবী জুড়ে আজম খানের মতোই আরও অনেক বিখ্যাত ব্যক্তিত্বরা করোনায় আক্রান্ত। তাদের মধ্যে কেউ কেউ মারাও গিয়েছেন। রিয়াল মাদ্রিদ ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট মারা গিয়েছেন করোনার সংক্রমণে। স্প্যানিশ রাজকুমারী মারিয়া টেরেসাও মারা গিয়েছেন এই মারণ ভাইরাসের সংক্রমণে।
আরও পড়ুনঃপরিবারের সঙ্গে সময় কাটানোর ছবি শেয়ার করলেন রোনাল্ডো, দিলেন সচেতনতার বার্তা
পাকিস্তানে এই মুহুর্তে করোনা আক্রান্তের সংখ্যা ১৬০০ ছাড়িয়েছে। সেই সংখ্যা ক্রমশই বাড়ছে। ইতিমধ্যেই সেদেশের ২১ জন মারা গেছেন করোনার কোপে। ভারতেও উত্তরোত্তর বাড়ছে এই ভাইরাসের সংক্রমণ। সংক্রমিত সংখ্যা ১৪০০ ছাড়িয়েছে। তার মধ্যে ৩০ জনয়েরও বেশি প্রাণ হারিয়েছেন।