অলিম্পিক অ্যাথলিটদের জন্য আর্থিক পুরস্কার বৃদ্ধি করল পঞ্জাব সরকার, মোট বরাদ্দ ৩২.৬৭ কোটি

টোকিও অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছে একাধিক রাজ্য সরকার। পঞ্জাব সরকারও তার ব্যতিক্রম নয়। তবে এবার আর্থিক প্যাকেজের পরিমাণ আরও বৃদ্ধি করল অমরিন্দর সিং সর্দার।

টোকিও ২০২০ অলিম্পিকে পঞ্জাবের পদক জয়ী অ্যাথলিটদের জন্য আগেই আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল অমরিন্দর সিং সরকার। এবার সেই আর্থিক পুরস্কারের পরিমাণ আরও বৃদ্ধি করল পঞ্জাব সরকার। এই ঘোষণা করলেন পঞ্জাবের ক্রীড়া মন্ত্রী রানা গুরমিত সিং সোধি। ১২ অগাস্ট চন্ডীগড়ে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানের উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। প্রধান অতিথি হিসেবে থাকছেন পঞ্জাবের রাজ্যপাল।

Latest Videos

পঞ্জাবের ক্রীড়া মন্ত্রী রানা গুরমিত সিং সোধি জানিয়েছেন, টোকিও অলিম্পিকে অংশগ্রহণকারী অ্যাথলিটদের আর্থিক পুরস্কার বাড়িয়ে মোট ৩২.৬৭ কোটি টাকা করা হয়েছে। ভারতীয় পুরুষ হকি দলের ১১ জন পঞ্জাবের প্লেয়ারকে ২.৫১ কোটি টাকা করে দেওয়া হবে। এছাড়া টোকিও জ্যাভলিন থ্রোয়ে সোনার পদক জয়ী নীরজ চোপড়াকে ২.৫১ কোটি টাকার আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে পঞ্জাব সরকার। এছাড়াও টোকিওতে চতুর্থ স্থান অধিকারী ভারতীয় মহিলা হকি দলের পঞ্জাবের প্লেয়ারদের ৫০ লক্ষ টাকা করে দেওয়া হবে।

শুধু তাই নয়, ডিস্কাস থ্রোয়ে টোকিও অলিম্পিক্সে ষষ্ঠস্থান অধিকারী অ্যাথলিট কমলপ্রীত কউরকেও ৫০ লক্ষ টাকা করে দিচ্ছে পঞ্জাব সরকার। এছাড়া  পঞ্জাব থেকে যে সকল অ্যাথলিটরা অলিম্পিকে অংশগ্রহণ করেছিল তাদের সকলকেও ২১ লক্ষ টাকা করে দেবে অমরিন্দর সিং সরকার। প্যারালিম্পিতে অংশগ্রহণকারীদে এই আর্থিক পুরস্কার দিচ্ছে পঞ্জাব। এবারের অলিম্পিকে ভারতের পারফরমেন্স ভবিষ্যতে অনেককে উদ্বুদ্ধ করবে বলেই মনে করেন পঞ্জাবের ক্রীড়া মন্ত্রী।

Share this article
click me!

Latest Videos

‘Nabanna-র সামনে জাতীয় পতাকা নিয়ে বসবো!’ Mamata Banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র
আমবাগানে গুপ্ত লোহার বাঙ্কার! খুলতেই আঁতকে উঠলো BSF, চাঞ্চল্য Nadia-র Krishnagunj-এ, দেখুন
বিষাক্ত স্যালাইন নিয়ে মমতার বিরুদ্ধে রাজ্যপালের কাছে নালিশ শুভেন্দুর, দেখুন কী বলছেন বিরোধী দলনেতা
Suvendu on Firhad : 'হেলে পড়া বাড়ি' নিয়ে ফিরহাদকে তুলোধনা শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি
ভেজাল স্যালাইন কাণ্ডে মমতার গ্রেফতারির দাবিতে প্রতিবাদ যাত্রা শুভেন্দুর | Suvendu Adhikari News