অলিম্পিক অ্যাথলিটদের জন্য আর্থিক পুরস্কার বৃদ্ধি করল পঞ্জাব সরকার, মোট বরাদ্দ ৩২.৬৭ কোটি

Published : Aug 11, 2021, 12:37 PM IST
অলিম্পিক অ্যাথলিটদের জন্য আর্থিক পুরস্কার বৃদ্ধি করল পঞ্জাব সরকার, মোট বরাদ্দ ৩২.৬৭ কোটি

সংক্ষিপ্ত

টোকিও অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছে একাধিক রাজ্য সরকার। পঞ্জাব সরকারও তার ব্যতিক্রম নয়। তবে এবার আর্থিক প্যাকেজের পরিমাণ আরও বৃদ্ধি করল অমরিন্দর সিং সর্দার।

টোকিও ২০২০ অলিম্পিকে পঞ্জাবের পদক জয়ী অ্যাথলিটদের জন্য আগেই আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল অমরিন্দর সিং সরকার। এবার সেই আর্থিক পুরস্কারের পরিমাণ আরও বৃদ্ধি করল পঞ্জাব সরকার। এই ঘোষণা করলেন পঞ্জাবের ক্রীড়া মন্ত্রী রানা গুরমিত সিং সোধি। ১২ অগাস্ট চন্ডীগড়ে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানের উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। প্রধান অতিথি হিসেবে থাকছেন পঞ্জাবের রাজ্যপাল।

পঞ্জাবের ক্রীড়া মন্ত্রী রানা গুরমিত সিং সোধি জানিয়েছেন, টোকিও অলিম্পিকে অংশগ্রহণকারী অ্যাথলিটদের আর্থিক পুরস্কার বাড়িয়ে মোট ৩২.৬৭ কোটি টাকা করা হয়েছে। ভারতীয় পুরুষ হকি দলের ১১ জন পঞ্জাবের প্লেয়ারকে ২.৫১ কোটি টাকা করে দেওয়া হবে। এছাড়া টোকিও জ্যাভলিন থ্রোয়ে সোনার পদক জয়ী নীরজ চোপড়াকে ২.৫১ কোটি টাকার আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে পঞ্জাব সরকার। এছাড়াও টোকিওতে চতুর্থ স্থান অধিকারী ভারতীয় মহিলা হকি দলের পঞ্জাবের প্লেয়ারদের ৫০ লক্ষ টাকা করে দেওয়া হবে।

শুধু তাই নয়, ডিস্কাস থ্রোয়ে টোকিও অলিম্পিক্সে ষষ্ঠস্থান অধিকারী অ্যাথলিট কমলপ্রীত কউরকেও ৫০ লক্ষ টাকা করে দিচ্ছে পঞ্জাব সরকার। এছাড়া  পঞ্জাব থেকে যে সকল অ্যাথলিটরা অলিম্পিকে অংশগ্রহণ করেছিল তাদের সকলকেও ২১ লক্ষ টাকা করে দেবে অমরিন্দর সিং সরকার। প্যারালিম্পিতে অংশগ্রহণকারীদে এই আর্থিক পুরস্কার দিচ্ছে পঞ্জাব। এবারের অলিম্পিকে ভারতের পারফরমেন্স ভবিষ্যতে অনেককে উদ্বুদ্ধ করবে বলেই মনে করেন পঞ্জাবের ক্রীড়া মন্ত্রী।

PREV
click me!

Recommended Stories

IND vs NZ T20 Series: টি-২০ বিশ্বকাপের আগে শেষ সিরিজ, পরীক্ষা-নিরীক্ষার পথে ভারত? বড় ইঙ্গিত দিলেন সূর্য
Shubman Gill: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের পরেই রঞ্জি খেলার সিদ্ধান্ত শুভমান গিলের, নামবেন পাঞ্জাবের হয়ে