সিন্ধু ঝড়ে উড়ে গেল জাপানি প্রতিপক্ষ, সিঙ্গাপুর ওপেনের ফাইনালে ভারতীয় শাটলার

সিঙ্গাপুর ওপেন সুপার ৫০০ (Singapore Open 2022) প্রতিযোগিতায়  ফাইনালে পৌছে গেলেন ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধু (PV Sindhu)। সেমি ফাইনালে হারালেন জাপানের সিনা কাওয়াকামিকে। 
 

Web Desk - ANB | Published : Jul 16, 2022 7:35 AM IST

কমনওয়েলথ গেমসের আগে নিদের দুরন্ত ছন্দে ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধুসিঙ্গাপুর ওপেন ২০২২ ফাইনালে পৌছে গেলেন  তিনি। কোয়ার্টার ফাইনালে যে হাড্ডা হাড্ডি লড়াইয়ের সম্মুখীন হতে হয়েছিল সিন্ধুকে, সেমি ফাইনাল জিততে কিন্তু খুব একটা কষ্টই করতে হল না পরপর অলিম্পিকে জোড়া পদক জয়ীকে। জাপানের সিনা কাওয়াকামিকে হেলায় হারিয়ে প্রতিযোগিতার ফাইনালে পৌছে গেলেন পিভি সিন্ধু। টোকিও অলিম্পিকের পর থেকে নিজের সেরা ছন্দটা অনেকটাই হারিয়ে ফেলেছেন ভারতীয় শাটলার। একের পর এক প্রতিযগিতা ব্যর্থতার  পর সিঙ্গাপুর ওপেনে প্রতিযোগিতার শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন সিন্ধু। সেমি ফাইনালে জাপানি প্রতিপক্ষকে স্ট্রেট গেমে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করে ফেললেন পিভি সিন্ধু। খেলার ফল ২১-১৫, ২১-৭। 

শুক্রবার কোয়ার্টা ফাইনালে চিনা প্রতীদ্বন্দ্বী হান ইউয়ের বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর জয় পয়েছিলেন সিন্ধুষ প্রথম গেম হারতেও হয়েছিল তাকে। সেখান থেকে দুরন্ত কামব্যাক করে পরপর দুটি গেম জিতে ১৭-২১, ২১-১১, ২১-১৯ ব্যবধানে ম্যাচ জেতেন সিন্ধু। ৬২ মিনিট  হয়েছিল কোয়ার্টার ফাইনাল ম্য়াচ। আর সেমি ফাইনালে মাত্র ৩১ মিনিটের লড়াইয়ে জাপামি প্রতিপক্ষকে এক তরফা ম্য়াচে মাত দিলেন পিভি সিন্ধু। শনিবার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন সিন্ধু। তবে প্রথম গেমে লড়াই দিয়েছিলেন কাওয়াকামিও। কখনও সিন্ধু এগিয়ে যাচ্ছিলেন তো কখনও কাওয়াকামি দাপট দেখাচ্ছিলেন। তবে নিজের অভিজ্ঞতার পরিচয় দিয়ে প্রতিপক্ষকে ভুল করতে বাধ্য করেন ভারতীয় তারকা শাটলার।  শেষ পর্যন্ত প্রথম গেমে ২১-১৫ ব্যবধানে জিতে যান সিন্ধু। 

প্রথম গেম জয়ের পর দ্বিতীয় গেমে নিজের বিধ্বংসী ফর্ম দেখা পিভি সিন্ধু। একের পর এক পয়েন্ট নিয়ে প্রতিপক্ষকে দাঁড়ানোর কোনও সুযোগই দেনন অলিম্পিক পদক জয়ী। দ্বিতীয় গেমে দ্রুত ৪-০ব্যবধানে এগিয়ে যান সিন্ধু। শেষ পর্যন্ত দ্বিতীয় গেমের প্রথম বিরতির সময় ৬-১ ব্যবধানে এগিয়ে ছিল সিন্ধু। দ্বিতীয় গেমে শেষ পর্যন্ত একপেশে লড়াইয়ে ২১-৭ ব্যবধানে জিতে যান সিন্ধু।  ফলাফল থেকেই প্রমাণিত দ্বিতীয় গেমে কতটা দাপট দেখিয়েছেন পিভি সিন্ধু। দ্বিতীয় গেম জয়ের সঙ্গে সঙ্গে ম্য়াচও নিজের নামে করে ফেলেন তিনি।  ফাইনালে ওঠার পর আরও বেশি আত্মবিশ্বাসী পিভি সিন্ধু। শিরোপার এত কাছে এসে তা হাতছা়ড়া করতে নারাজ তারকা শাটলার। একইসঙ্গে  কমনওয়েলথ গেমসের আগে সিঙ্গাপুর ওপেন জিততে পারলে অনেকটা আত্মবিশ্বাস বাড়বে পিভি সিন্ধুর। 

আরও পড়ুনঃপুত্র সন্তানের মা হলেন মারিয়া শারাপোভা, সন্তানের নাম জানিয়ে দিলেন টেনিসের গ্ল্যামার গার্ল

আরও পড়ুনঃবাবার নতুন প্রেমিকা বিশ্ব সুন্দরীকেও দেবেন মাত, চিনে নিন ললিত মোদীর সুপার সেক্সি মেয়েকে

Read more Articles on
Share this article
click me!