ইতিহাস গড়ল মেয়ে, জন্মদিনে সেরা উপহার পেলেন সিন্ধুর মা

  • বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পি ভি সিন্ধুর সোনা
  • প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতে নজির
  • রবিবারই ছিল সিন্ধুর মায়ের জন্মদিন

debamoy ghosh | Published : Aug 26, 2019 4:19 AM IST

অবশেষে স্বপ্নপূরণ। আর নিজের জন্মদিনে যদি সন্তানের স্বপ্নপূরণ হয়, জন্মদিনে তার থেকে আর কী ভাল উপহার পেতে পারেন একজন মা। 

ঠিক এমনটাই ঘটেছে পি ভি সিন্ধুর মা পি বিজয়ার ক্ষেত্রেও। রবিবারই ছিল তাঁর জন্মদিন। আর সেই শুভদিনেই প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করলেন হায়দ্রাবাদের মেয়ে। 

সোনা জয়ের পরেই টুইটে সিন্ধুই তাঁর মায়ের জন্মদিনের কথা জানান। মাকে জন্মদিনের শুভেচ্ছাও জানান সিন্ধু। ফাইনালে জয়ের পরে তিনি বলেন, 'এই পদকটি আমি আমার মাকে উৎসর্গ করছি। আজ আমার মায়ের জন্মদিন।' সিন্ধুর এই বক্তব্য শোনার পরেই দর্শকাসন থেকে অনেকেই সিন্ধুর মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে 'হ্যাপি বার্থডে' গান শুরু করেন। পরে অবশ্য টুইটে মায়ের সঙ্গে নিজের দেশ, দুই কোচ কিম জি হিয়ুন এবং পুল্লেলা গোপীচাঁদকে পদক উৎসর্গ করেছেন সিন্ধু। 

সুইৎজারল্য়ান্ডের বাসেলে রবিবার ফাইনালে জাপানের নোজোমি ওকুহারাকে ২১-৭, ২১-৭ ব্যবধানে হারিয়ে মাত্র ৩৮ মিনিটে সোনা নিশ্চিত করেন সিন্ধু। হায়দরাবাদের বাড়িতে বসে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মেয়ের এই সাফল্য উপভোগ করেন সিন্ধুর মা। পরে তিনি বলেন, 'আমরা খুবই খুশি। আমরা ওই পদকটির জন্য অপেক্ষা করছি। ও এই সাফল্যের জন্য কঠোর পরিশ্রম করেছে।'

Share this article
click me!