আবার ব্যর্থ বিশ্ব চ্যাম্পিয়ন, ফরাসি ওপেন থেকেও বিদায় সিন্ধুর, হার সাইনারও

  • বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর ব্যর্থতার সিরিজ 
  • একের পর এক টুর্নামেন্টে ব্যর্থ পিভি সিন্ধু
  • ফারাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে হারলেন ভারতীয় শাটলার
  • কোয়ার্টা ফাইনাল থেকে বিদায় সাইনারও

Prantik Deb | Published : Oct 26, 2019 4:54 AM IST / Updated: Oct 26 2019, 10:47 AM IST

বিশ্ব চ্যাম্পিয়ন তিনি। কিন্তু সেই দাপট কোথায় ধরে রাখতে পারছেন ভারতীয় ব্যাডমিন্টনের পোস্টর গার্ল পিভি সিন্ধু। বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর টানা চারটি টুর্নামেন্টে ব্যর্থ হলেন ভারতীয় শাটলার। শেষ তিনটি টুর্নামেন্টের প্রথম বা দ্বিতীয় রাউন্ডে বিদায়ের পর ফারাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌছে কিছুটা আশা জাগিয়েছিলেন সিন্ধু। কিন্তু শুক্রবার মাঝরাতে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন তিনি। তাইওয়ানের প্রতিপক্ষের কাছে হেরে  ছিটকে গেলেন ফরাসি ওপেন থেকে। ম্যাচের ফল ১৬-২১,২৬-২৪,১৭-২১। 

আরও পড়ুন - ভারত অধিনায়ক সৌরভই হবেন দক্ষ প্রশাসক, সাক্ষীর অপেক্ষায় ক্রিকেট বিশ্ব

প্রথম গেমে হারের পর দ্বিতীয় গেমে দাপটের সঙ্গেই ফিরে এসেছিলেন ভারতীয় শাটলার। ৩৩ মিনিট লম্বা দ্বিতীয় গেমে দুই খেলোয়াড়ই সমানে সমানে পাল্লা দিলেন। কিন্তু শেষ পর্যন্ত চাপ ধরে রেখে গেমটাও জিতে নিয়েছিলেন সিন্ধু। দ্বিতীয় গেম দেখে অনেকেরই মনে হয়েছিল আবার নিজেকে ফিরে পাচ্ছেন বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু কোথায়, তৃতীয় গেমে আবার হারের মুখ দেখতে হল ভারতীয় শাটলারকে। ৭৫ মিনিটের কোয়ার্টার ফাইনাল হেরে বিদায় নিলেন সিন্ধু। শুক্রবার সন্ধ্যায় কোয়ার্টার ফাইনালে হারের মুখ দেখতে হয়েছে ভারতীয় ব্যাডমিন্টনের আরেক তারকা সাইনা নেহওয়ালকেও। 

আরও পড়ুন - ৩০ নভেম্বর শুরু আইলিগ, শেখ কামাল কাপের সেমিফাইনালে মোহনবাগান

ফারসি ওপেনের মহিলাদের সিঙ্গেলসে সাইনা সিন্ধুরা বিদায় নেওয়ার পাশাপাশি পুরুষ সিঙ্গেলসেও একই ছবি। প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে পারুপল্লি কাশ্যপ ও কিদাম্বি শ্রীকান্থ। তারকাদের বিদায়ের পর ভারতের আশা আপাতত টিকি রয়েছে পুরুষ ডাবলসে। চিরাগ শেঠি ও স্বাত্তিকসাইরাজে জুটি ফারাসি ওপেনের সেমিফাইনালে পৌছে দেশের মান রেখেছে। এখন দেখার ফাইনালের টিকিট তারা পান কি না। 

আরও পড়ুন - কবে ফিরবেন বুমরা, জানা যেতে পারে দীপাবলির পর
 

 

Share this article
click me!