সংক্ষিপ্ত
- ৩০ নভেম্বর শুরু হচ্ছে এবারের আইলিগ, জানাল ফেডারেশন
- এখনও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি এআইএফএফ
- শেখ কামাল কাপের সেমিফাইনালে মোহনবাগান
- চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারা কিভুর দল
এবারের আইলিগ শুরু হচ্ছে ৩০ নভেম্বর। শুক্রবার বৈঠকের পর এমন খবরই উঠে এল ফুটবল হাউস থেকে। দিল্লির ফুটবল হাউসে শুক্রবার বৈঠকে বসেছিলেন আইলিগ কমিটির চেয়ারম্যান সুব্রত দত্ত, ফেডারেশন সচিব কুশল দাস, আইলিগ সিইও সুনন্দ ধররা। ৩০ তারিখ আই লিগ শুরু কথা বললেও এখনও লিগের সূচি তৈরি করে উঠতে পারেনি এআইএফএফ। আগামী সপ্তাহে লিগের সূচি প্রকাশ করার পাশাপাশি লিগ সম্প্রচারকারি সংস্থার নামও জানাবে ভারতীয় ফুটবল ফেডারেশন।
আরও পড়ুন - নিজের রাজত্বেই সংবর্ধিত মহারাজ
এবারের লিগে বেশ কয়েকটি নিয়মে বদল করছে ফেডারেশন। গোটা লিগে তিন জন বিদেশি ফুটবলারকে বদল করতে পারবে ক্লাব গুলি। আট জনের বেশি অফিসিয়াল বেঞ্চে বসতে পারবেন না। তবে এবারের লিগে অনুর্ধ্ব ২২ কোটার ফুটবলার থাকবে কি না তা ক্লাব গুলির সঙ্গে বৈঠকের পরই জানাবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এখন দেখা লিগের সূচিতে কোনও চমক থাকে কি না।
আরও পড়ুন - ইস্টবেঙ্গলকে হারিয়ে জিতল ইস্টবেঙ্গলই, স্পেন থেকে বার্তা পাঠালেন বোরহা
এদিকে আই লিগের প্রস্তুতি হিসেবে বাংলাদেশে শেখ কামাল ইন্টারন্যাশনাল কাপে খেলতে গিয়েছে মোহনবাগান। লিগ শুরুর দিন ঘোষণার দিনই বাংলাদেশের টুর্নামেন্টর সেমিফাইনালে পৌছে গেল সবুজ মেরুন ব্রিগেড। ওপার বাংলার টুর্নামেন্টের সেমিফাইনালে পৌছাতে চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে জয় ছাড়া কোনও রাস্তা খোলা ছিল না কিভুর দলের সামনে। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি সবুজ মেরুন। দ্বিতীয়ার্ধে গোল করে দলকে শেষ চারের টিকিট এনে দিলেন ভিপি সুয়ের। তিন ম্যাচে ছয় পয়েন্টে থাকলেও গোল পার্থক্যে লাওসের ইয়ং এলিফেন্টকে সরিয়ে সেমিফাইনালে জায়গা পাকা করল কিভু ভিকুনার দল।
আরও পড়ুন - ক্রিকেটারদের জল খাওয়াতে, বোতল হাতে মাঠে নামলেন প্রধানমন্ত্রী, ছবি ভাইরাল