৩৬-এ গ্র্যান্ডস্ল্যাম জয়, পরের বছরে কী ফরাসী ওপেনে ফিরবেন রাফা, কী জানালেন নাদাল

Published : Jun 05, 2022, 11:35 PM IST
৩৬-এ গ্র্যান্ডস্ল্যাম জয়, পরের বছরে কী ফরাসী ওপেনে ফিরবেন রাফা, কী জানালেন নাদাল

সংক্ষিপ্ত

ফরাসী ওপেনের ফাইনালে ( French Open 2022) ক্যাসপার রুডকে ( Rafael Nadal vs Casper Ruud)স্ট্রেট সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন রাফায়েল নাদাল। কেরিয়ারের ১৪ তম ফরাসী ওপেন জিতলেন রাফা।   

ফ্রেঞ্চ ওপেন ২০২২  ফাইনালে নরওের ক্যাসপার রুডকে হারিয়ে লাল সুড়কির কোর্টে ফের একবার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন রাফায়য়েল নাদাল। একইসঙ্গে নিজের ২২ তম গ্র্যান্ডস্ল্যাম জয় করে নয়া নজির তৈরি  করেছেন রাফা। ফাইনালে তাকে আদর্শ ও মেন্টর মানা ক্যাসপার রুডকে এতকবারে দাঁড়াতেই দেননি রাফায়েল নাদাল। স্ট্রেট সেটে ক্যাসপার রুডকে  ৬-৩, ৬-৩, ৬-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্প্যানিশ টেনিস তারকা। ফাইনাল জয়ের পর আবেগ ও উচ্ছ্বাসে ভাসলেও প্রতিপক্ষ তরুণ টেনিস তারকাকে ও নাদালের টেনিস অ্যাকাডেমিতে বড় হয়ে ওঠা রুডকে ধন্যবাদ জানিয়েছেন রাফা। নাদাল বললেন,'ক্যাসপার, ফাইনালের মতো মঞ্চে তোমার সঙ্গে খেলার অভিজ্ঞতা অন্য রকম। অসাধারণ খেলোয়াড় তুমি। যে ভাবে খেলছ, তাতে আগামীর জন্য অনেক শুভেচ্ছা থাকল।'

নাদাল চ্যাম্পিয়ন হলেও পরের বছর তাকে ক্লে কোর্টে দেখা যাবে কিনা তা নিয়ে একটা প্রশ্ন ছিব সকলের মনে। কারণ নাদালের বয়স ৩৬ পেরিয়েছে। টেনিস বিশ্বের সেই কৌতুহলের উত্তরও ম্য়াচ শেষে দিয়েছেন রাফা। তিনি বলেছেন,'জানি না ভবিষ্যতে কী হবে। তবে লড়াই আমার স্বভাবে। সেই লড়াই আমি চালিয়ে যাব।' ফলে পরের বছর নাদাল খেলবেন কিনা সেই বিষয়ে হ্যাঁ বা না কিছুই বলেননি নাদাল। একইসঙ্গে কঠিন সময়ে তিনি যেভাবে ঘুড়ে দাঁড়িয়েছেন তার জন্য পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন নাদাল। বলেছেন,'পরিবার আমাকে সব সময় সমর্থন করে গিয়েছে, পাশে দাঁড়িয়েছে। বছরের পর বছর আমার পাশে রয়েছে। ওরা না থাকলে কবেই অবসর নিয়ে নিতাম! এত কীর্তি, এত স্মরণীয় মুহূর্ত তৈরিই হত না। কোনও দিনও ভাবিনি ৩৬ বছর বয়সে এই কোর্টে দাঁড়িয়ে ট্রফি হাতে তুলব। আমার কাছে এই অনুভূতির গুরুত্ব অনেক।'

আরও পড়ুনঃফের লাল সুড়কির সম্রাট নাদাল, রুডকে স্ট্রেট হারিয়ে ১৪ তম ফরাসী ওপেন জয় রাফার

আরও পড়ুনঃপর্ণ দুনিয়াতে কাজ করেও মিটছে না চাহিদা, আরও উত্তেজনার জন্য কী চেয়েছিলেন প্রাক্তন কার রেসার রেনি গ্রাসি

প্রসঙ্গত, এদিন ফাইনালের প্রথম থেকে নিজের প্রতিপত্ত বিস্তার করে খেলছিলেন রাফায়েল নাদাল। স্প্যানিশ তারকার আক্রমণের সামনে কোনও জবাবই ছিল নরওয়ের ক্যাসপার রুডের।  নরওয়ের  ২৩ বছরের তরুণ টেনিস তারকা প্রতিযোগিতায় দুরন্ত খেলে ফাইনালে উঠলেও গ্র্যান্ডস্ল্যাম জিততে হলে তাকে যে আরও তৈরি হতে হবে, অনেক কিছুর শেখার বাকি রয়েছে সেটাই বুঝিয়ে দিলেন রাফায়েল নাদাল। প্রথম সেটে শুরুর দিকে একটু লড়াই দেওয়ার চেষ্টা করেছিল রুড। কিন্তু খানিক সময় গড়াতেই নিজের খোলস ছেড়ে বেরোয় নাদাল। কোনও সুযোগই আর দেননি নিজের প্রতিপক্ষকে। ৬-৩ ব্যবধানে প্রথম সেট জেতেন নাদাল। দ্বিতীয় সেটেও কার্যত প্রথম সেটের পুনরাবৃত্তি। ৬-৩ ব্যবধানেই দ্বিতীয় সেট নিজের নামে করে নেন স্প্যানিশ টেনিস তারকা। পরপর দুটি সেট হেরে তখন ম্য়াচের ভাগ্য প্রায় নির্ধারিত হয়েই গিয়েছিল। বোঝার বাকি ছিল না যে স্ট্রেট সেটে এই ম্য়াচ জিতে নয়া ইতিহাস তৈরি করা নাদালের জন্য শুধু সময়ের অপেক্ষা। তৃতীয় সেটে আরও বিধ্বংসী ফর্ম দেখাল নাদাল। তৃতীয় সেটে দাঁড়াতেই দেননি নরওয়ের ক্যাসপার রুডকে। ৬-০ ব্যবধানে তৃতীয় সেট ও ম্য়াচ জিতে চ্যাম্পিয়ন হব নাদাল। 

PREV
click me!

Recommended Stories

Inter Miami vs Vancouver: মেসির জাদুতে ঐতিহাসিক এমএলএস কাপ জয় ইন্টার মায়ামির
East Bengal vs FC Goa: ফতোরদা স্টেডিয়ামে স্বপ্নের সমাধি লাল হলুদের, গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে হার এফসি গোয়ার কাছে