কমনওয়েলথে পদক জিতলেন বাংলার সৌরভ ঘোষাল, স্কোয়াসে এল প্রথম পদক

কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) গতবারের চ্যাম্পিয়ন জেমস উইলসট্রপকে ৩-০ ব্যবধানে হারিয়ে স্কোয়াসের (Squash) মেনস সিঙ্গলসে ব্রোঞ্জ জেতেন সৌরভ ঘোষাল। চলতি কমনওয়েলথ গেমসে ( Commonwealth Games 2022) স্কোয়াশ থেকে প্রথম পদক জিতল ভারত।
 

কমনওয়েলথ গেমসে ভারোত্তলনে সোনা জিতে বাংলা তথা দেশেকে গর্বিত করেছে করেছেন অচিন্ত্য শেউলি। এবার কমনওয়েলথে পদক জিতলেন আরও এক বাঙালি।  স্কোয়াসের মেনস সিঙ্গলসে ব্রোঞ্জ জিতলেন  সৌরভ ঘোষাল। চলতি কমনওয়েলথ গেমসে স্কোয়াশ থেকে প্রথম পদক জিতল ভারত। গতবারের চ্যাম্পিয়ন জেমস উইলসট্রপকে ৩-০ ব্যবধানে হারিয়ে পদক জেতেন সৌরভ। সোনা বা রুপো জয়ের সুযোগ হাতছাড়া হলেও পদক তালিকায় থাকতে পেরে ও দেশকে গর্বিত করতে পেরে খুশি বাংলার ছেলে। মাত্র ৩৫ বছর বয়েসে ইতিহাস গড়লেন সৌরভ ঘোষাল। ইতিমধ্য়েই উচ্ছ্বাসে ভেসেছে সারা দেশ। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন সৌরভ ঘোষাল।

স্কোয়াশে ইতিহাস গড়ে ব্রোঞ্জ পদক জিতলেন সৌরভ ঘোষাল। স্কোয়াশে দেশের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় সৌরভ বুধবার পুরুষদের সিঙ্গলসের ব্রোঞ্জ পদকের ম্যাচে নামেন ইংল্যান্ডের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জেমস উইলস্ট্রপের বিরুদ্ধে। ম্যাচে প্রথম থেকেই অপ্রতিরোধ্য গতিতে খেলেন সৌরভ ঘোষাল। ম্য়াচ শুরু থেকেই ঝড় তোলেন তিনি। দ্রুত গতিতে খেলা শেষ করে দেন সৌরভ ঘোষাল। প্রায় ঝড়ের গতিতে বিপক্ষকে হারিয়ে প্রথম ভারতীয় সিঙ্গলস স্কোয়াশ খেলোয়াড় হিসেবে কমনওয়েলথে পদক জিতলেন বাংলার ছেলে। ৩-০-তে হারিয়ে দিলেন প্রতিপক্ষকে। ম্যাচের ফলাফল ১১-৬, ১১-১, ১১-৪। এরই সঙ্গে ভারতের পদকের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৫। 

Latest Videos

 

 

জয়ের পর সোশ্যাল মিডিয়ায় সৌরভ ঘোষালকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্যুইটারে নরেন্দ্র মোদী লেখেন,'এটা দেখতে একটি আনন্দদায়ক। সৌরভ ঘোষাল সাফল্যের নতুন উচ্চতায় পৌছেছেন। বার্মিংহামে তিনি যে ব্রোঞ্জ পদক জিতেছেন তা খুবই বিশেষ। তাকে অভিনন্দন। তার কৃতিত্ব ভারতের তরুণদের মধ্যে স্কোয়াশের জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করুক।'

 

 

প্রসঙ্গত, ২০১৮ সালে গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমেস মিক্সড ডাবলসে রুপো জিতেছেন সৌরভ ঘোষাল। সৌরভ  এশিয়ান গেমস ২০০৬ দোহাতে ব্রোঞ্জ পদক জিতেছেন এবং আগস্ট ২০০৭ সালে ভারতের রাষ্ট্রপতি দ্বারা অর্জুন পুরস্কার প্রদান করা হয়। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury