
Inter-School Karate Championship 2026: শেষ শীতের আমেজ গায়ে মেখে রবিবার সকালে দক্ষিণ কলকাতার সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে (South City International School) ক্যারাটের লড়াইয়ে মেতে উঠল সহস্রাধিক পড়ুয়া। দশম পশ্চিমবঙ্গ ইন্টার-স্কুল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ এবং বেঙ্গল লিটল লেজেন্ডস কাপে যোগ দিল সারা রাজ্যের ১২০ স্কুলের ১,২০০ পড়ুয়া। অল ইন্ডিয়া সেইসিনকাই শিরোরু ক্যারাটে ডু ফেডারেশনের (All India Seishinkai Shito-Ryu Karate-Do Federation) পথিকৃৎ হানশি প্রেমজিৎ সেনের (Premjit Sen) উদ্যোগে আয়োজিত এই চ্যাম্পিয়নশিপ এখন রাজ্যের অন্যতম বড় ও মর্যাদাপূর্ণ ইন্টার-স্কুল মার্শাল আর্ট প্রতিযোগিতা হিসেবে পরিচিত হয়ে গিয়েছে। একদিনের এই প্রতিযোগিতা সাতটি তাতামিতে অনুষ্ঠিত হয় এবং বিচারকার্য পরিচালনা করেন ৭০ জন জাতীয় স্তরের বিচারক। ক্রীড়া বিশেষজ্ঞরা এটিকে রাজ্যের অন্যতম বৃহৎ ইন্টারস্কুল মার্শাল আর্ট ইভেন্ট হিসেবে উল্লেখ করেছেন।
এই প্রতিযোগিতার বিষয়ে হানশি প্রেমজিৎ সেন বলেছেন, ‘মার্শাল আর্টের মাধ্যমে হাজার হাজার তরুণ খেলোয়াড় জীবনে সঠিক দিশা, শৃঙ্খলা এবং বড় স্বপ্ন দেখার আত্মবিশ্বাস পেতে পারে। এই প্রতিযোগিতা শুধু লড়াই নয়, চরিত্র গঠন ও ক্রীড়া উৎকর্ষের এক উদযাপন, যা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে সাহায্য করবে।’ এই প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার এবং সিএবি-র প্রাক্তন কর্তা সম্বরণ বন্দ্যোপাধ্যায় (Sambaran Banerjee)। এছাড়া বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের (Bengal Olympic Association) সহ-সভাপতি কমলেশ চট্টোপাধ্যায় (Kamalesh Chatterjee)। যা রাজ্যে খেলাধুলার ক্রমবর্ধমান গুরুত্বের প্রতিফলন।
এ দিনের অন্যতম আকর্ষণ ছিল বেঙ্গল লিটল লেজেন্ডস কাপ। যেখানে ছোটরাও পেশাদার পরিবেশে খেলার সুযোগ পেয়েছে, অভিজ্ঞ কোচ ও বিচারকদের কাছ থেকে শেখার সুযোগ পেয়েছে এবং প্রতিযোগিতামূলক ক্যারাটের প্রাথমিক অভিজ্ঞতা অর্জন করেছে। পদক বা ট্রফির বাইরে এই চ্যাম্পিয়নশিপ ছাত্রছাত্রীদের মধ্যে একাগ্রতা, মানসিক দৃঢ়তা এবং আত্মবিশ্বাস গড়ে তুলছে—যা খেলার মাঠের বাইরেও গুরুত্বপূর্ণ। প্রতি বছর অংশগ্রহণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফলে পশ্চিমবঙ্গ ইন্টারস্কুল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ রাজ্যের তৃণমূল স্তরে মার্শাল আর্টের ভিত্তি আরও শক্ত করছে এবং ভবিষ্যতের শৃঙ্খলাবদ্ধ খেলোয়াড় ও চ্যাম্পিয়ন তৈরির পথ সুগম করছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।