যোগ দিয়েছেন বিশ্বসেরা লিনথোই, ১৫ বছর পর বাংলায় ফের জাতীয় স্তরের জুডো প্রতিযোগিতা

Published : Jan 24, 2026, 05:47 PM IST
Judo

সংক্ষিপ্ত

Junior National Judo Championships 2025-26: হাওড়ার ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে শনিবার শুরু হয়েছে জুনিয়র জাতীয় জুডো চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬। সারা দেশ থেকে পুরুষ ও মহিলা জুডোকারা এই প্রতিযোগিতায় যোগ দিতে এসেছেন। শুরু থেকেই দুর্দান্ত লড়াই চলছে।

DID YOU KNOW ?
বিশ্বচ্যাম্পিয়ন জুডোকা
২০২২ সালে বিশ্ব জুডো ক্যাডেটস চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন মণিপুরের লিনথোই চানামবাম।

Judo Championship: ২০১১ সালে শেষবার পশ্চিমবঙ্গে জাতীয় স্তরের জুডো প্রতিযোগিতা হয়েছিল। ১৫ বছর পর শনিবার আবার বাংলায় জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতা শুরু হল। এবার জুনিয়র জাতীয় জুডো চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬ (Junior National Judo Championships 2025-26) চলছে হাওড়ার ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে। সারা দেশের ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় ৮০০ জুডোকা এই প্রতিযোগিতায় যোগ দিয়েছেন। রবিবার পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। বাংলার বিভিন্ন প্রান্তে মার্শাল আর্ট নিয়ে বহু মানুষের মধ্যে উৎসাহ ও আগ্রহ দেখা যায়। এত বছর পর বাংলায় জুডোর জাতীয় প্রতিযোগিতা হওয়ায় বাঙালি জুডোকারা উৎসাহিত হয়ে উঠেছেন। যাঁরা জুনিয়র জাতীয় জুডো চ্যাম্পিয়নশিপে যোগ দিয়েছেন, তাঁরা সবাই লড়াই করে পদক জেতার চেষ্টা করছেন।

বাংলায় জুডোর উন্নতির আশা

সম্প্রতি পশ্চিমবঙ্গ জুডো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তপন বক্সী প্রয়াত হয়েছেন। তারপর নতুন করে নির্বাচন হয়নি। এখন বাংলা জুডো সংস্থার অন্তর্বর্তী প্রধান হিসেবে কাজ চালাচ্ছেন তমাল বন্দ্যোপাধ্যায়। তিনি জুনিয়র জাতীয় জুডো চ্যাম্পিয়নশিপ আয়োজক কমিটিরও প্রধান। তমাল জানালেন, 'পশ্চিমবঙ্গের জনসংখ্যা ১০ কোটিরও বেশি। সেখানে জুডোয় খেলোয়াড় মাত্র ৭০০ জন। তবে আমরা জুডোর উন্নতির চেষ্টা করছি। পরিকাঠামোর উন্নতি করা হচ্ছে। জুডোয় যাতে আরও ছেলে-মেয়েরা আসে, তার জন্য চেষ্টা চালানো হচ্ছে। আমাদের জুডোকারা লড়াই করছে। সবাই ভালো পারফরম্যান্স দেখিয়ে পদক জেতার চেষ্টা করছে।'

যোগ দিয়েছেন বিশ্বসেরা লিনথোই

জুনিয়র জাতীয় জুডো চ্যাম্পিয়নশিপে যোগ দিয়েছেন ২০২২ সালে বিশ্ব জুডো ক্যাডেটস চ্যাম্পিয়নশিপে (2022 World Judo Cadets Championships) সোনা জেতা মণিপুরের (Manipur) লিনথোই চানামবাম (Linthoi Chanambam)। তাঁর কোচ জর্জিয়ার (Georgia) মামুকা কিজিলাশভিলিও (Mamuka Kizilashvili) এসেছেন। এই প্রতিযোগিতাকে হাল্কাভাবে নিচ্ছেন না লিনথোই। এখানে সোনা জেতাই তাঁর লক্ষ্য। মামুকা ২০১৭ সাল থেকে ভারতে আছেন। তিনি জানালেন, ভারতে জুডোর যাতে উন্নতি হয়, সেই লক্ষ্যে কাজ করছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৫
১৫ বছর পর বাংলায় জাতীয় জুডো প্রতিযোগিতা।
২০১১ সালের পর ২০২৬, ১৫ বছরের ব্যবধানে ফের পশ্চিমবঙ্গে জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতা চলছে।
Read more Articles on
click me!

Recommended Stories

Sports News: মোহনবাগান ফ্যান্স ক্লাবের উদ্যোগে সুন্দরবনে জমজমাট মহিলা ফুটবল প্রতিযোগিতা, উপস্থিত ধারাভাষ্যকার এবং প্রাক্তন ফুটবলাররা
'আমাদের বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়, জুডো সেই তুলনায় সহজ,' বলছেন বিশ্বজয়ী লিনথোই