JSKA World Championship 2025: ১ নভেম্বর জাপানে (Japan) শুরু হতে চলেছে ক্যারাটে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। বাংলার বিভিন্ন জেলা থেকে আটজন প্রতিযোগী জাপানে যাচ্ছেন। সারা দেশ মিলিয়ে মোট ১৪ জন বিশ্ব চ্যাম্পিয়নশিপে যাচ্ছেন।
KNOW
Shotokan Karate: ফুটবলের মতোই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে শোতোকান ক্যারাটে। ১৯৫টি দেশে এই খেলা প্রচলিত। ভারতেও যথেষ্ট জনপ্রিয় ক্যারাটে। দীর্ঘদিন ধরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ দিয়ে সাফল্য পাচ্ছেন ভারতীয়রা। এবারও বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ দেওয়ার জন্য শেষমুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ভারতের ক্যারাটে দলের সদস্যরা। কিন্তু অতীতে বারবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে পদক আনার পরেও, এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ দেওয়ার জন্য কোনও স্পনসর পায়নি ভারতীয় দল। অনেক কষ্ট করে ব্যক্তিগত উদ্যোগে অর্থ জোগাড় করে জাপানে যেতে হচ্ছে ভারতীয় খেলোয়াড়দের। যাঁরা ক্যারাটে দলে আছেন, তাঁদের বেশিরভাগেরই পরিবারের আর্থিক অবস্থা বিশেষ ভালো নয়। স্পনসর পেলে তাঁদের সুবিধা হত। কিন্তু বারবার আবেদন জানানোর পরেও কোনও সরকারি বা বেসরকারি সংস্থা এগিয়ে আসেনি। বৃহস্পতিবার জাপানে যাচ্ছে ভারতীয় দল। কিন্তু এখনও স্পনসর পাওয়া যায়নি।
ক্যারাটে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সংবাদপত্র বিক্রেতা!
ক্যারাটে বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলা থেকে মোট আটজন প্রতিযোগী যাচ্ছেন। তাঁদের অন্যতম হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা ধনঞ্জয় পাল। তিনি প্রতিদিন ভোরবেলা বাড়ি বাড়ি সংবাদপত্র পৌঁছে দেওয়ার কাজ করেন। এই কাজ করার ফাঁকেই তিনি ক্যারাটে প্রশিক্ষণ নিতে শুরু করেন। এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভালো ফলের আশায় ধনঞ্জয়। এছাড়া ২০১৮ সালে রাশিয়ার (Russia) সেন্ট পিটার্সবার্গে (Saint Petersburg) অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে জোড়া পদকজয়ী রূপসা গুপ্ত, ২০২৪ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া সমীর সিং, একাধিক বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজয়ী সপ্তর্ষী মুখোপাধ্যায়, জাতীয় চ্যাম্পিয়ন সঞ্জয় কুমার সুব্বা, আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকজয়ী আলিপুরদুয়ারের বাসিন্দা শুভেন্দু দে, জাতীয় চ্যাম্পিয়ন কোচবিহারের বাসিন্দা অভিজিৎ সূত্রধর, অসমের (Assam) শ্রেয়া গগৈ। এছাড়া জাপানে যাচ্ছেন বোম্পু কার্লো, কুমারন সেন্থিল কুমার, সমৃদ্ধ আগরওয়াল। তাঁরাও অতীতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জিতেছেন।
৭৭ বছর বয়সে ক্যারাটে বিশ্ব চ্যাম্পিয়নশিপে!
এবারের ক্যারাটে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলে আছেন ইংল্যান্ডে (England) বসবাসকারী অনাবাসী ভারতীয় সেল্লাথুরাই গণেশালিঙ্গম। তাঁর বয়স ৭৭ বছর। কিন্তু এই বয়সেও তিন ক্যারাটে চালিয়ে যাচ্ছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


