
Judo News: মণিপুরের (Manipur) প্রত্যন্ত অঞ্চলে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারে জন্ম। ছোটবেলা থেকে অনেক কষ্ট করতে হয়েছে। ১১ বছর বয়সে জুডোর ম্যাটে লড়াই শুরু। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ২০২২ সালে বিশ্ব জুডো ক্যাডেটস চ্যাম্পিয়নশিপে (2022 World Judo Cadets Championships) মহিলাদের ৫৭ কেজি বিভাগে সোনা জিতেছেন। সেই লিনথোই চানামবাম (Linthoi Chanambam) শনিবার হাওড়ার ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে এশিয়ানেট নিউজ বাংলার মুখোমুখি হলেন। এখানে শনিবার জুনিয়র জাতীয় জুডো চ্যাম্পিয়নশিপ (Junior National Judo Championships 2025-26) শুরু হয়েছে। এই প্রতিযোগিতা উপলক্ষে হাওড়ায় এসেছেন লিনথোই ও তাঁর কোচ জর্জিয়ার (Georgia) মামুকা কিজিলাশভিলি (Mamuka Kizilashvili)। তাঁরা জুডো নিয়ে নিজেদের লক্ষ্যের কথা জানালেন। ভারতীয় জুডোর ভবিষ্যৎ নিয়েও নিজেদের মতামত জানালেন।
লিনথোই বললেন, ‘আমার গরিব পরিবারে জন্ম। ছোটবেলা থেকে আমাকে সবকিছু পাওয়ার জন্যই লড়াই করতে হয়েছে। কোনও কিছু পাওয়াই আমার জন্য সহজ ছিল না। ১১ বছর বয়সে জুডো শুরু করি। আমি জীবনে যা কিছু পেয়েছি সবই জুডোর জন্য। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর স্বীকৃতি পাচ্ছি। সবাই সাহায্য করছেন, সহযোগিতা করছেন। এর ফলে ভালো লাগছে।’ পরবর্তী লক্ষ্য কি? লিনথোই বললেন, 'আমি শুধু আগামিকালের লক্ষ্যের কথা ভাবি। দীর্ঘমেয়াদী লক্ষ্যের কথা ভাবি না। প্রতিদিন উন্নতি করাই আমার লক্ষ্য। আজ যেখানে আছি, সেখান থেকে কাল আরও একটু ভালো জায়গায় থাকতে চাই।'
জুডোয় বিশ্বের সেরা দেশ জর্জিয়া। সেই দেশের কোচ মামুকা ২০১৭ সাল থেকে ভারতে আছেন। তাঁর কোচিংয়েই লিনথোই বিশ্বসেরা হয়েছেন। ভারতে জুডোর অবস্থা নিয়ে মামুকা বললেন, 'কিছু রাজ্যে পরিকাঠামো ভালো আবার কিছু রাজ্যে পরিকাঠামো বলতে কিছুই নেই। তবে লিনথোই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর সরকার, বিভিন্ন বেসরকারি সংস্থা আমাদের স্বীকৃতি দিচ্ছে, আর্থিক সাহায্য করছে। পরিকাঠামোরও উন্নতি হচ্ছে। জর্জিয়ায় ৩০ লক্ষ মানুষের বাস। সেই দেশ জুডোতে বিশ্বসেরা হতে পারলে ১৪৫ কোটি মানুষের দেশ ভারতও পারবে। ভারতে জুডোর উন্নতি হচ্ছে।' মামুকা আরও জানালেন, তিনি ২০২৮ সালের অলিম্পিক্স (2028 Summer Olympics) পর্যন্ত ভারতে আছেন। তারপর দেশে ফিরে যাবেন। এর মধ্যে সম্ভাবনাময় খেলোয়াড়দের কোচিংয়ের প্রশিক্ষণ দিতে শুরু করেছেন। তিনি ফিরে যাওয়ার পরেও যাতে ভারতীয় জুডোর উন্নতি হয়, সেই লক্ষ্যে কাজ করছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।