ব্যাডমিন্টনেও লাল কার্ড! ইন্দোনেশিয়া মাস্টার্স থেকে ছিটকে গেলেন পি ভি সিন্ধু

Published : Jan 23, 2026, 05:13 PM IST
PV Sindhu

সংক্ষিপ্ত

PV Sindhu: চলতি বছরে এখনও পর্যন্ত তিনটি টুর্নামেন্টে যোগ দিয়েছেন ভারতের সফলতম মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধু। কিন্তু তিনি কোনও টুর্নামেন্টেই ফাইনালে পৌঁছতে পারেননি। ইন্দোনেশিয়া মাস্টার্স ৫০০ (Indonesia Masters 500) টুর্নামেন্টেও ব্যর্থ হলেন।

DID YOU KNOW ?
ফের অলিম্পিক্সে সিন্ধু?
২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে খেলতে চান পি ভি সিন্ধু। তিনি ফিটনেস ধরে রাখতে চাইছেন।

Indonesia Masters 500: ফুটবল, হকি ম্যাচে হলুদ কার্ড, লাল কার্ড প্রায়ই দেখানো হয়। কিন্তু ব্যাডমিন্টনেও একই ঘটনা দেখা গেল। প্রথমে হলুদ কার্ড, তারপর লাল কার্ড দেখলেন এক ভারতীয়। শুক্রবার ইন্দোনেশিয়া মাস্টার্স ৫০০ টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলাকালীন মেজাজ হারিয়ে হলুদ কার্ড দেখার পর লাল কার্ড দেখলেন পি ভি সিন্ধু (PV Sindhu)। এদিন তাঁর প্রতিপক্ষ ছিলেন চিনা (Chinese) শাটলার শ্যেন ইউ ফেই (Chen Yu Fei)। শীর্ষবাছাই চিনা শাটলারের বিরুদ্ধে স্ট্রেট গেমে হেরে যান সিন্ধু। তাঁর বিপক্ষে ম্যাচের ফল ১৩-২১, ১৭-২১। চোট সারিয়ে কোর্টে ফিরলেও, এখনও পর্যন্ত সেরা ফর্ম ফিরে পাননি এই হায়দরাবাদী শাটলার। এই কারণেই চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে পিছিয়ে পড়ে তিনি মেজাজ হারিয়ে বসেন।

জাকার্তায় নাটকীয় লড়াই

শুক্রবার জাকার্তায় (Jakarta) কোর্ট ওয়ানে সিন্ধুর ম্যাচ চলছিল। দ্বিতীয় গেম চলাকালীন তিনি ১২-১৭ পিছিয়ে পড়েন। প্রথম গেমে হেরে যাওয়ার পর দ্বিতীয় গেমেও পিছিয়ে পড়ে তিনি বুঝতে পারেন, এই ম্যাচে আর ফিরতে পারবেন না। এই কারণেই তিনি মেজাজ হারান। চেয়ার আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন এই ভারতীয় শাটলার। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করেন ম্যাচ রেফারি। তিনি প্রথমে সিন্ধুকে হলুদ কার্ড দেখান। কিন্তু তারপরেও এই শাটলার শান্ত হননি। এই কারণেই তাঁকে লাল কার্ড দেখান ম্যাচ রেফারি। এরপর ম্যাচে ফেরেন সিন্ধু। তিনি পাল্টা লড়াই চালিয়ে দ্বিতীয় গেমের পয়েন্ট ১৭-১৮ করে ফেলেন। কিন্তু চিনা প্রতিপক্ষের খুব কাছাকাছি পৌঁছে গেলেও, শেষরক্ষা করতে পারেননি সিন্ধু। তিনি ম্যাচ হেরে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন।

ব্যাডমিন্টনে লাল কার্ডের অর্থ কী?

ব্যাডমিন্টন ম্যাচ চলাকালীন কোনও খেলোয়াড় নিয়ম লঙ্ঘন করলে প্রথমে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দেওয়া হয়। তারপরেও তিনি নিয়ম লঙ্ঘন করলে লাল কার্ড দেখানো হয়। এর ফলে প্রতিপক্ষ এক পয়েন্ট পান। কোনও খেলোয়াড় গুরুতর নিয়ম লঙ্ঘন করলে তাঁকে কালো কার্ড দেখিয়ে টুর্নামেন্ট থেকে বাতিল করে দেওয়া হয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০১৬ ও ২০২০ সালের অলিম্পিক্সে পদক জিতেছেন সিন্ধু।
ভারতের সফলতম মহিলা শাটলার পি ভি সিন্ধু ২০১৬ ও ২০২০ সালে অলিম্পিক্সে পদক জিতেছেন।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ 2nd T20: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতীয় দলে দুটি পরিবর্তন? সম্ভাব্য প্রথম একাদশ
টি-২০ বিশ্বকাপ ২০২৬: আইসিসি-কে ফের চিঠি, স্বাধীন কমিটির হস্তক্ষেপ দাবি বাংলাদেশের