ইন্দোনেশিয়া মাস্টার্স ২০২৬: মহিলাদের ব্যাডমিন্টনে বিরল নজির, কোয়ার্টার ফাইনালে সিন্ধু

Published : Jan 22, 2026, 03:41 PM ISTUpdated : Jan 22, 2026, 04:09 PM IST
pv sindhu

সংক্ষিপ্ত

PV Sindhu: মহিলাদের ব্যাডমিন্টনে ভারতের সফলতম খেলোয়াড় পি ভি সিন্ধু। আন্তর্জাতিক স্তরে অনেক সাফল্য পেয়েছেন এই শাটলার। চোটের জন্য গত কয়েক বছরে সেভাবে সাফল্য না পেলেও, ফের সাফল্যের ইঙ্গিত দিচ্ছেন এই তারকা।

DID YOU KNOW ?
অলিম্পিক্সে জোড়া পদক
অলিম্পিক্সে একবার রুপো এবং একবার ব্রোঞ্জ জিতেছেন পি ভি সিন্ধু।

PV Sindhu Record: মহিলাদের ব্যাডমিন্টনে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ৫০০ ম্যাচ জয়ের বিরল নজির স্পর্শ করলেন পি ভি সিন্ধু। প্রথম ভারতীয় হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন হায়দরাবাদী শাটলার। বিডব্লুএফ ট্যুরে (BWF tour) এখনও পর্যন্ত ৪৫৬ ম্যাচে জয় পেয়েছেন এবং ২২৭ ম্যাচে হেরে গিয়েছেন সিন্ধু। তবে সবমিলিয়ে কেরিয়ারে তিনি ৫০০ ম্যাচে জয় পেয়েছেন। বৃহস্পতিবার এই নজির গড়েছেন তিনি। ইন্দোনেশিয়া মাস্টার্স সুপার ৫০০ টুর্নামেন্টের (Indonesia Masters Super 500 tournament) প্রি কোয়ার্টার ফাইনালে ডেনমার্কের (Denmark) লিন হয়মার্ক কায়ার্সফেল্টের (Line Hojmark Kjaerfeldt) বিরুদ্ধে জয় পেয়েছেন সিন্ধু। এই জয়ের ফলেই তিনি বিরল নজির গড়লেন। এই তারকা নিজেই জানিয়েছেন, তিনি আর বছর দুয়েক খেলতে চান। তারপর অবসর নেবেন। তার আগে আরও রেকর্ড গড়তে পারেন তিনি।

চোট সারিয়ে ফিট সিন্ধু

ইন্দোনেশিয়া মাস্টার্সের প্রথমে রাউন্ডে জাপানের (Japan) অবাছাই শাটলার মনামী সুইজুর (Manami Suizu) বিরুদ্ধে লড়াই করতে হয় সিন্ধুকে। তবে ড্যানিশ প্রতিপক্ষের বিরুদ্ধে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেন এই ভারতীয় তারকা। তিনি ৪৩ মিনিটে জয় তুলে নেন। তাঁর পক্ষে ম্যাচের ফল ২১-১৯, ২১-১৮। ডেনমার্কের এই শাটলারের বিরুদ্ধে এখনও পর্যন্ত ছয় ম্যাচ খেলে পাঁচ ম্যাচেই জয় পেয়েছেন সিন্ধু

খেতাব জয়ের লক্ষ্যে সিন্ধু

চলতি বছরে এখনও পর্যন্ত তিনটি টুর্নামেন্টে খেলতে নেমে দ্বিতীয়বার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সিন্ধু। এই তারকা বছরের শুরুতে মালয়েশিয়া ওপেন সুপার ১০০০ (Malaysia Open Super 1000) টুর্নামেন্টের সেমি-ফাইনালে পৌঁছে যান। তারপর অবশ্য তিনি আর এগোতে পারেননি। গত সপ্তাহে দেশের মাটিতে অবশ্য তিনি হতাশ করেন। ইন্ডিয়ান ওপেনে (India Open 2026) প্রথম রাউন্ডেই হেরে যান সিন্ধু। তবে এবার ইন্দোনেশিয়ায় তিনি ভালো পারফরম্যান্স দেখান। এখানে খেতাব জেতাই তাঁর লক্ষ্য। এই টুর্নামেন্ট জিততে পারলে সিন্ধুর আত্মবিশ্বাস বেড়ে যাবে। তিনি আরও কিছুদিন খেলার মতো মানসিক জোর পাবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
ষষ্ঠ মহিলা শাটলার হিসেবে ৫০০ ম্যাচ জয় পি ভি সিন্ধুর।
বিশ্বের ষষ্ঠ এবং ভারতের প্রথম মহিলা ব্যাডমন্টন খেলোয়াড় হিসেবে ৫০০ ম্যাচ জয়ের নজির গড়লেন পি ভি সিন্ধু।
Read more Articles on
click me!

Recommended Stories

ICC ODI Ranking: কোহলিকে টপকে শীর্ষে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, রোহিত কোথায়?
ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টি-২০: নাগপুরে ৪৮ রানে জয়, সিরিজের শুরুতেই ছন্দে অভিষেকরা