ওয়েলশের বিরুদ্ধে ফেভারিট ভারত, বড় ব্যবধানে জয়ই লক্ষ্য, একনজরে সেরা ১০

Published : Jan 19, 2023, 05:30 AM IST
Sports Update

সংক্ষিপ্ত

বৃহস্পতিবার হকি বিশ্বকাপে পুল ডি-র শেষ ম্যাচে ওয়েলশের মুখোমুখি হচ্ছে ভারত। এই ম্যাচে বড় ব্যবধানে জয় পেলে সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যেতে পারে ভারত।

  • চলতি হকি বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনও ম্যাচে হারেনি ভারত। প্রথম ম্যাচে স্পেনকে ২-০ গোলে হারিয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছেন হরমনপ্রীত সিং, অভিষেকরা। বৃহস্পতিবার ওয়েলশের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামবে গ্রাহাম রিডের দল। এই ম্যাচে বড় ব্যবধানে জয় পেলে গ্রুপের শীর্ষে থেকে সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যেতে পারে ভারতীয় দল। ওয়েলশের বিরুদ্ধে ভারতীয় দলই ফেভারিট। কোচ রিডও সে কথা স্বীকার করেছেন। তবে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামার আগে সতর্ক ভারতীয় দল। প্রতিপক্ষ দল যাতে পেনাল্টি কর্নার না পায় এবং নিজেদের গোলের সুযোগ নষ্ট না হয়, সেটা নিশ্চিত করতে চাইছেন ভারতের কোচ। তিনি জানিয়েছেন, রাউরকেল্লার বীরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়ামের ২০ হাজার দর্শক ভারতীয় দলের অন্যতম শক্তি। বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচেও দর্শকদের সমর্থনের উপর ভরসা করছে ভারতীয় শিবির।
  • হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেল ভারতীয় দল। প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ৩৪৯ রান করে ভারতীয় দল। জবাবে ৩৩৭ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। একসময় হারের আতঙ্ক চেপে বসলেও, শেষপর্যন্ত জয় পেল ভারত।

বিস্তারিত দেখুন-

  • নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ১৪৯ বলে ২০৮ রানের অসামান্য ইনিংস খেললেন শুবমান গিল। কনিষ্ঠতম ব্যাটার হিসেবে ওডিআই ম্যাচে দ্বিশতরান করলেন শুবমান। ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম ইনিংসে ওডিআই ম্যাচে ১,০০০ রান করার রেকর্ডও গড়লেন এই তরুণ।

বিস্তারিত দেখুন-

  • এ বছরের জুনে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দল বাংলাদেশে একটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে  যেতে পারে বলে জানা গিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত মেসিরা বাংলাদেশে যাবেন কি না সেটা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এ ব্যাপার এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি।
  • সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার হাশিম আমলা। ৩৯ বছর বয়সি এই ব্যাটার পেশাদার ক্রিকেটে ৩৪,১০৪ রান করেছেন। এখন এসএ২০ লিগে মুম্বই ইন্ডিয়ান্স কেপ টাউনের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন আমলা। তিনি দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের ব্যাটিং কোচ হতে পারেন।
  • দেশের মাটিতে ওডিআই ম্যাচে সবচেয়ে বেশি ওভার-বাউন্ডারি মারার রেকর্ড গড়লেন রোহিত শর্মা। তিনি ১২৫টি ওভার-বাউন্ডারি মেরেছেন। মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভেঙে দিয়েছেন রোহিত। ভারতের মাটিতে ওডিআই ম্যাচে ১২৩টি ওভার-বাউন্ডারি মারেন ধোনি। যুবরাজ সিং ৭১টি ওভার-বাউন্ডারি মেরেছেন।
  • কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। দেশের প্রথমসারির কুস্তিগীররা এই অভিযোগ এনেছেন। এই পরিস্থিতিতে নড়েচড়ে বসল ক্রীড়ামন্ত্রক। কুস্তি ফেডারেশনের কাছ থেকে এই অভিযোগের ব্যাখ্যা চাওয়া হয়েছে। 
  • মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে সহজেই ৮৩ রানে হারিয়ে গ্রুপের শীর্ষে থেকে সুপার সিক্সে পৌঁছে গেল ভারতীয় দল। এর আগে গ্রুপের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরশাহিকে সহজেই হারিয়ে দেয় ভারত।
  • ত্রিদেশীয় সিরিজ ও টি-২০ বিশ্বকাপের আগে ভারতের সিনিয়র মহিলা দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ করা হল অস্ট্রেলিয়ার ট্রয় কুলিকে। এর আগে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ছিলেন কুলি। তিনি ভারতীয় এ দলের সঙ্গেও ছিলেন।
  • ওডিআই র‍্যাঙ্কিংয়ে উন্নতি হল বিরাট কোহলির। সম্প্রতি অসাধারণ পারফরম্যান্সের সুবাদে ৪ নম্বরে উঠে এসেছেন বিরাট। তাঁর রেটিং ৭৫০। শীর্ষে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তাঁর রেটিং ৮৮৭। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখাতে পারলে বিরাটের উন্নতি হতে পারে।

PREV
click me!

Recommended Stories

ICC ODI Ranking: কোহলিকে টপকে শীর্ষে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, রোহিত কোথায়?
ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টি-২০: নাগপুরে ৪৮ রানে জয়, সিরিজের শুরুতেই ছন্দে অভিষেকরা