নিষিদ্ধ স্টেরয়েড সেবনের দায়ে নির্বাসিত হচ্ছেন স্প্রিন্টার দ্যুতি চাঁদ

ভারতীয় ক্রীড়ায় ফের ডোপিংয়ের কালো ছায়া। এবার নিষিদ্ধ স্টেরয়েড সেবনের দায়ে নির্বাসিত হলেন স্প্রিন্টার দ্যুতি চাঁদ।

জাতীয় ডোপিং-বিরোধী সংস্থার (নাডা) পরীক্ষায় নিষিদ্ধ স্টেরয়েড সেবন করার দায়ে নির্বাসিত হলেন দেশের অন্যতম সেরা মহিলা স্প্রিন্টার দ্যুতি চাঁদ। তাঁকে কতদিনের জন্য নির্বাসিত করা হচ্ছে সেটা অবশ্য এখনও জানা যায়নি। কোনও প্রতিযোগিতা চলাকালীন ডোপ পরীক্ষায় ধরা পড়েননি দ্যুতি। প্রতিযোগিতার বাইরে ডোপ টেস্টে তাঁর নমুনায় নিষিদ্ধ বস্তু পাওয়া গিয়েছে। গত বছরের ৫ ডিসেম্বর ভুবনেশ্বরে দ্যুতির নমুনা নেওয়া হয়। বুধবার জানা গেল, সেই নমুনায় নিষিদ্ধ অ্যানাবলিক স্টেরয়েড পাওয়া গিয়েছে। এই কারণেই দ্যুতিকে নির্বাসনের মুখে পড়তে হল।  এই অ্যাথলিটের নমুনায় অ্যান্ডারিন, অস্টারিন ও লিগান্ড্রল পাওয়া গিয়েছে। নাডা-র পক্ষ থেকে এই পরীক্ষার ফল জানানো হয়েছে। এক চিঠিতে অ্যাথলেটিক্স সংস্থার পক্ষ থেকে দ্যুতিকে জানানো হয়েছে, ‘জাতীয় ডোপ টেস্টিং ল্যাবরেটরিতে আপনার প্রথম নমুনা পরীক্ষা করা হয়েছে। ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির নিয়ম মেনেই আপনার ডোপ টেস্ট হয়েছে।আন্তর্জাতিক মানের ল্যাবরেটরিতে পরীক্ষা হয়েছে।সেই পরীক্ষায় নিষিদ্ধ বস্তু পাওয়া গিয়েছে। এবার আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

দ্যুতি অবশ্য দাবি করেছেন, ‘আমার প্রথম নমুনার পরীক্ষার ফল ইতিবাচক হয়েছে বলে আমার কিছু জানা নেই। আমার এ বিষয়ে কিছু নেই। আমি প্রায় এক দশক ধরে সর্বোচ্চ পর্যায়ের অ্যাথলেটিক্সে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি কোনওদিন পারফরম্যান্স-বর্ধক ড্রাগ স্পর্শ করিনি। সেবন করা তো দূরের কথা। নাডা বা ওয়াডা যখনই আমার কাছ থেকে নমুনা চেয়েছে তখনই আমি সহযোগিতা করেছি। ২০১৪ সালে আমি মহিলা কি না সেটা প্রমাণ করার জন্য লড়াই করতে হয়েছিল। এবার ডোপিংয়ের অভিযোগ উঠল। আমি চিঠি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ স্থির করব।’

Latest Videos

ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির ওয়েবসাইটে জানানো হয়েছে, দ্যুতির নমুনায় যে নিষিদ্ধ কয়েকটি বস্তু পাওয়া গিয়েছে, সেগুলি ক্রীড়াক্ষেত্রে পারফরম্যান্স-বর্ধক ড্রাগ হিসেবে ব্যবহার করা হয়। এই বস্তুগুলি পেশি ও হাড়ের বৃদ্ধি ঘটায়। তার ফলে ক্রীড়াবিদদের বাড়তি সুবিধা হয়। এই কারণেই শাস্তির মুখে দ্যুতি। 

ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিটদের মধ্যে অন্যতম সফল দ্যুতি। তিনি ২০১৩, ২০১৭ ও ২০১৯ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন। ২০১৮ সালের এশিয়ান গেমসে ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়ে রুপো পান। তবে গত বছর জাতীয় গেমসে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি এই অ্যাথলিট। তিনি ২০০ মিটারের ফাইনালে পৌঁছতে পারেননি। ১০০ মিটারের ফাইনালে উঠলেও ষষ্ঠ হন। 

আরও পড়ুন-

অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন রাফায়েল নাদাল

বাঞ্জি জাম্পিং, ট্রেকিং, রিভার র‍্যাফটিং, দেশের এই রাজ্যগুলিতে ছুটছেন পর্যটকরা

বিশ্বের সবচেয়ে বড় হকি স্টিক, রেকর্ড গড়লেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক

Share this article
click me!

Latest Videos

সইফের উপর বাংলাদেশীর আক্রমনে মমতাকেই দুষলেন শুভেন্দু, দেখুন কী বলছেন তিনি
বাবা Saif Ali Khan-কে দেখতে এলেন Sara Ali Khan, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo
চারদিন থেকে নিখোঁজ ছেলে! তারপর যা হলো দেখে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Hooghly-তে, দেখুন
দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড সাজা দিলেন বিচারক | RG Kar case verdict today | Sanjay Roy
'ছেলেকে শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার বানালেই হবে না, কট্টর হিন্দু তৈরি করুন' | Sukanta Majumdar | News