PV Sindhu: 'প্যারিস অলিম্পিক্সে কঠিন লড়াই, আরও তৎপর হতে হবে,' মত সিন্ধুর

একমাত্র ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে একাধিকবার অলিম্পিক্সে পদক জিতেছেন পিভি সিন্ধু। এবার প্যারিসেও পদক জয়েপ লক্ষ্যে তৈরি হচ্ছেন এই শাটলার।

Soumya Gangully | Published : Feb 8, 2024 6:12 PM IST / Updated: Feb 09 2024, 12:17 AM IST

২০১৬ সালে রিও অলিম্পিক্সে রুপো পান। এরপর টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পান। এবার প্যারিস অলিম্পিক্সেও পদক জয়ের লক্ষ্যে তৈরি হচ্ছেন পিভি সিন্ধু। তবে এই শাটলার জানেন, প্যারিসে পদক জয় মোটেই সহজ হবে না। সেভাবেই তৈরি হচ্ছেন তিনি। অলিম্পিক্সের প্রস্তুতির বিষয়ে সিন্ধু বলেছেন, ‘আমি বলব এবারের অলিম্পিক্সে অন্যরকম অভিজ্ঞতা হতে চলেছে। কারণ, ২০১৬ ও ২০২০ সালের অলিম্পিক্স একদম অন্যরকম ছিল। প্যারিস অলিম্পিক্স আরও কঠিন হবে। তবে আমি অনেক বেশি অভিজ্ঞ হয়ে উঠেছি। আমাকে এবার অনেক বেশি তৎপর হতে হবে। বুদ্ধি করে খেলতে হবে।’

কঠিন মানসিকতা নিয়ে খেলতে চাইছেন সিন্ধু

বৃহস্পতিবার মুম্বইয়ে একটি অনুষ্ঠানে সিন্ধু বলেন, ‘মহিলাদের ব্যাডমিন্টনের ক্ষেত্রে সেরা ১০-১৫ জন খেলোয়াড়ের বিরুদ্ধে লড়াই করা কঠিন। নিজের খেলায় মনোনিবেশ করা জরুরি। কোনও পরিকল্পনা যদি কার্যকর না হয়, তাহলে অন্য পরিকল্পনা অনুযায়ী খেলতে হয়। শান্ত থাকতে হয়, কারণ মাঝেমধ্যে সাফল্য পাওয়া যায় না। কঠিন মানসিকতা থাকা জরুরি।’

বেঙ্গালুরুতে অলিম্পিক্সের প্রস্তুতি সিন্ধুর

এখন বেঙ্গালুরুতে আছেন সিন্ধু। তাঁকে সাহায্য করতে এগিয়ে এসেছেন প্রাক্তন অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন প্রকাশ পাড়ুকোন। এখন তাঁরই অ্যাকাডেমিতে ইন্দোনেশিয়ার কোচ আগাস স্যান্টোসোর সঙ্গে অনুশীলন করছেন সিন্ধু। তিনি বলেছেন, ‘আমার এখন নতুন ট্রেনার, ফিজিও, পুষ্টিবিদ, কোচ, মেন্টর। ফলে আমার সবকিছুই নতুন। তাঁরা আমাকে সাহায্য করছেন বলে খুব ভালো লাগছে। আমি এখন কী অবস্থায় আছি এবং পরবর্তী ২ মাসের মধ্যে কোথায় পৌঁছব সে বিষয়ে তাঁরা আমাকে সাহায্য করছেন। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে প্রকাশ স্যারের সঙ্গে কাজ করতে পারছি উনি একজন কিংবদন্তি। উনি মেন্টর হিসেবে আমাকে সাহায্য করছেন। ওঁর অনুশীলনের পদ্ধতিও আমাকে সাহায্য করছে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

PV Sindhu: অলিম্পিক্সে সোনা জয়ের জন্য তৈরি হচ্ছেন সিন্ধু, জানালেন প্রণয়

PV Sindhu: র‍্যাকেটের বদলে হাতে স্টিয়ারিং, কে এফ ১ কার্টিং সার্কিটে পিভি সিন্ধু

অবশেষে অধরা স্বপ্নপূরণ, কমনওয়েলথে প্রথম সোনা জিতলেন পিভি সিন্ধু

Read more Articles on
Share this article
click me!