
2025 Men's Hockey Asia Cup: চিনের (China) পর জাপান (India vs Japan), পুরুষদের এশিয়া কাপ হকিতে পরপর দুই ম্যাচ জিতে সুপার ফোরের যোগ্যতা অর্জন করল ভারতীয় দল। রবিবার জাপানের বিরুদ্ধে ৩-২ জয় পেল ভারত। ফের অসাধারণ পারফরম্যান্স দেখালেন অধিনায়ক হরমনপ্রীত সিং (Harmanpreet Singh)। তিনি চিনের বিরুদ্ধে হ্যাটট্রিক করার পর জাপানের বিরুদ্ধে জোড়া গোল করলেন। ফের পেনাল্টি কর্নার থেকে গোল করলেন ভারতের অধিনায়ক। অপর গোল করেন মনদীপ সিং (Mandeep Singh)। জাপানের হয়ে জোড়া গোল করেন কোসেই কাওয়াবে (Kosei Kawabe)। পরপর দুই ম্যাচে জয় পেলেও, ভারতীয় দলের রক্ষণ নিয়ে চিন্তা রয়েই গেল। চ্যাম্পিয়ন হতে গেলে রক্ষণের দুর্বলতা দূর করতেই হবে। না হলে শক্তিশালী দলগুলির বিরুদ্ধে সমস্যা হতে পারে।
এশিয়ার হকিতে ভারতের অন্যতম প্রতিদ্বন্দ্বী পাকিস্তান (Pakistan), দক্ষিণ কোরিয়া (South Korea)। জাপানের বিরুদ্ধে ভারতীয় দলের রেকর্ড অসাধারণ। দুই দলের ৩০ বারের সাক্ষাতের মধ্যে ২৫ বারই জয় পেল ভারত। এদিন ম্যাচের শুরু থেকেই ভারতীয় দলের দাপট ছিল। তৃতীয় মিনিটে প্রথম গোল করে ভারতীয় দলকে এগিয়ে দেন মনদীপ। পঞ্চম মিনিটে ব্যবধান বাড়ান হরমনপ্রীত। প্রথম কোয়ার্টারের শেষে ২-০ এগিয়েছিল ভারতীয় দল। দ্বিতীয় কোয়ার্টারে আর গোল হয়নি। তৃতীয় কোয়ার্টারের খেলা শুরু হওয়ার পর ম্যাচে ফেরার চেষ্টা করে জাপান। ৩৬ মিনিটে প্রথম গোল করে ব্যবধান কমান কাওয়াবে। তবে তৃতীয় কোয়ার্টারের শেষমুহূর্তে ফের পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান বাড়ান হরমনপ্রীত। ম্যাচের শেষদিকে ফের গোল করে ভারতীয় দলের উপর চাপ তৈরি করেন কাওয়াবে। হরমনপ্রীত হলুদ কার্ড দেখায় শেষ মিনিটে ১০ জনে খেলতে হয় ভারতীয় দলকে। তবে তাতে কোনও সমস্যা হয়নি।
গ্রুপের শেষ ম্যাচে ভারতীয় দলের প্রতিপক্ষ কাজাকস্তান। হরমনপ্রীতদের পক্ষে এই ম্যাচে জয় পাওয়া কঠিন হবে না। কাজাকস্তান ইতিমধ্যেই এই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। ফলে গ্রুপের শেষ ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে থাকাই ভারতীয় দলের লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।