সেমি-ফাইনালে হার, বিশ্ব চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বার ব্রোঞ্জ সাত্বিক-চিরাগের

Published : Aug 31, 2025, 09:38 AM ISTUpdated : Aug 31, 2025, 09:49 AM IST
Satwiksairaj Rankireddy, Chirag Shetty

সংক্ষিপ্ত

BWF World Championships 2025: প্যারিসে (Paris) ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে খালি হাতে ফিরছে না ভারত। পদক পেয়েছেন সাত্বিকসাইরাজ রণকিরেড্ডি ও চিরাগ শেট্টি। তবে তাঁদের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্সের আশায় ছিল দেশ।

DID YOU KNOW ?
সাত্বিক-চিরাগের সাফল্য
ভারতের একমাত্র পুরুষ ডাবলস জুটি হিসেবে ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে একাধিকবার পদক জিতলেন সাত্বিকসাইরাজ রণকিরেড্ডি ও চিরাগ শেট্টি।

Badminton News: বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে (BWF World Championships 2025) দ্বিতীয়বার ব্রোঞ্জ পেল ভারতের পুরুষ ডাবলস জুটি সাত্বিকসাইরাজ রণকিরেড্ডি-চিরাগ শেট্টি (Satwiksairaj Rankireddy-Chirag Shetty)। প্যারিসে (Paris) সেমি-ফাইনালে চিনা (China) জুটি লিউ ই (Liu Yi) ও চেন বো ইয়াংয়ের (Chen Bo Yang) বিরুদ্ধে লড়াই করেও হেরে গেলেন সাত্বিক-চিরাগ। তাঁদের বিরুদ্ধে ম্যাচের ফল ১৯-২১, ২১-১৮, ১২-২১। প্রথম গেমে হেরে যাওয়ার পর ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত লড়াই করে দ্বিতীয় গেম জিতে সমতা ফেরালেও, তৃতীয় গেমে ফের হেরে গিয়ে ফাইনালে পৌঁছনোর সুযোগ হারাল ভারতীয় জুটি। তবে ব্রোঞ্জ পেয়ে নতুন নজির গড়লেন সাত্বিক-চিরাগ। তাঁরাই ভারতের প্রথম ও একমাত্র পুরুষ ডাবলস জুটি হিসেবে ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে একাধিকবার পদক জিতলেন। এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সাত্বিক-চিরাগ ছাড়া ভারতের অন্য কোনও খেলোয়াড় পদক জিততে পারেননি।

ভারতের সাফল্য অব্যাহত

সাত্বিক-চিরাগের সাফল্য ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের দাপট অব্যাহত রাখল। এই প্রতিযোগিতায় টানা ১৪ বছর অন্তত একটি পদক জিতল ভারত। প্যারিসে পদকের আশা জাগিয়ে তুলেছিলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের সফলতম মহিলা শাটলার পি ভি সিন্ধু (PV Sindhu)। কিন্তু তিনি কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়ায় পদক হারান। মিক্সড ডাবলসে পদকের আশা জাগিয়ে তুলেছিলেন ধ্রুব কপিলা (Dhruv Kapila) ও তানিশা ক্রাস্টো (Tanisha Crasto)। কিন্তু তাঁরাও পদক পেলেন না।

সেমি-ফাইনালে অপ্রত্যাশিত হার সাত্বিক-চিরাগের

এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে নবম বাছাই ছিল সাত্বিক-চিরাগ জুটি। কোয়ার্টার ফাইনালে বিশ্বের ২ নম্বর জুটি মালয়েশিয়ার (Malaysia) অ্যারন চিয়া (Aaron Chia) ও সু উই ইককে (Soo Wooi Yik) হারিয়ে দেয় ভারতীয় জুটি। কিন্তু সেমি-ফাইনালে অপ্রত্যাশিতভাবে ১১ নম্বর বাছাই চিনা জুটির কাছে হেরে গেলেন সাত্বিক-চিরাগ। তাঁদের কাছ থেকে এবার সোনার আশায় ছিল দেশ। সোনা জয়ের মতোই পারফরম্যান্স দেখাচ্ছিল এই জুটি। কিন্তু সেমি-ফাইনালে ছন্দ ধরে রাখতে পারলেন না সাত্বিক-চিরাগ। এর ফলে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৪
টানা ১৪ বছর ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক ভারতের
ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয়দের সাফল্য অব্যাহত। টানা ১৪ বছর পদক পেল ভারত।
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড